দেশনিউজ

ঠিক করে মাস্ক না পড়ায় প্রশ্নের মুখে পড়লেন রাজনাথ সিং, সঞ্জয় রাউত

Advertisement

নয়াদিল্লিঃ চলতি সপ্তাহের প্রথম থেকেই শুরু হয়েছে বাদল অধিবেশন। ঠিকমত মাস্ক না পরায় রাজনাথ সিংহ, সঞ্জয় রাউতদের সতর্ক করলেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। “সংসদে বক্তব্য রাখার সময় মুখে মাস্ক নেই কেন” বলে প্রশ্ন করেন  রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। পয়লা অক্টোবর পর্যন্ত চলবে বাদল অধিবেশন তার মাঝেই বজায় রাখা হচ্ছে করোনা বিধি।

প্রসঙ্গত, সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই ২৫ জনের বেশি সাংসদের শরীরে মিলেছিলো করোনা ভাইরাস৷ বাদল অধিবেশনের আগে থেকেই আশঙ্কা করা হয়েছিলো সাংসদদের শরীরে মিলতে পারে করোনা ভাইরাস। সেই জল্পনা সত্যি করে সোমবার লোকসভার ১৭ জন ও রাজ্যসভার ৯ জন সাংসদের শরীরে মেলে করোনার সংক্রমণ।

সোমবার সংসদে ঢোকার সময়ই প্রত্যেক সাংসদ, গাড়ির চালক, সাংবাদিক, কর্মীদের করোনা পরীক্ষা করা হয়৷ পরে রিপোর্ট মিলতেই চক্ষু চড়ক গাছ হয় প্রত্যেকের। কারণ লোকসভায় বিজেপির ১২ জন, ওয়াইআরএস কংগ্রেসের ২ জন, শিবসেনা, ডিএমকে ও আরএলপি দলের একজন করে সাংসদের শরীরে মিলেছে করোনা সংক্রমণ।

Related Articles

Back to top button