অরূপ মাহাত: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ভারতের বিরোধিতা করে এসেছে পাকিস্তান। প্রয়োজনে যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। পাক সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানান। শুধু তাই নয়, পারমাণবিক অস্ত্র প্রয়োগের মতো চরম হুঁশিয়ারি পর্যন্ত দেন তিনি। বারবার সীমান্তের ওপার থেকে উত্ত্যক্ত করা হয়েছে ভারতকে। কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রসংঘ থেকে শুরু করে বিভিন্ন মিত্র দেশে দরবার করেছে পাক প্রশাসন। কিন্তু সাহায্য পায়নি কোথাও। উল্টে কোনও কোন দেশ পাকিস্তানের মনোভাবের সমালোচনা করে কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এদিন সব সীমাকেই ছাড়িয়ে যান। কাশ্মীরকে পাকিস্তানের অঙ্গ বলে উল্লেখ করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুহূর্তে কাশ্মীরে এক নৃশংসতার রাজনীতি চলছে৷ তার সঙ্গে হিন্দুত্ববাদের শিকার হচ্ছে কাশ্মীর। কাশ্মীর পাকিস্তানের একটি বিষয়। ভারত সরকার কাশ্মীর নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তা আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। পাকিস্তান কখনও কাশ্মীরকে একা ছাড়বে না। আমাদের সেনাবাহিনী নিজেদের শেষ নিঃশ্বাস এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত কাশ্মীরের প্রতি কর্তব্য করে যাবে৷’














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside