অরূপ মাহাত: এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বড়সড়ো পরিবর্তন আনছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক এসবিআই। আগামী ১ অক্টোবর থেকে সারা দেশে এই নিয়ম লাগু হবে বলে জানা গিয়েছে। এসবিআই সূত্রের খবর, তাদের গ্রাহকরা কোনও রকম চার্জ ছাড়াই এটিএম কার্ডের মাধ্যমে মাসে ৮ বার টাকা তুলতে পারবেন। যার মধ্যে ৫ বার এসবিআই-এর এটিএম থেকে এবং বাকী ৩ বার অন্যান্য যেকোন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
তবে এই নিয়ম কেবলমাত্র কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বইয়ের মতো মহানগর এলাকায় কার্যকর হবে। দেশের অন্যান্য জায়গার গ্রাহকরা মাসে ১০ বার কোনও চার্জ ছাড়া এটিএম থেকে টাকা তুলতে পারবেন। যার মধ্যে ৫ বার এসবিআই-এর এটিএম এবং বাকী ৫ বার অন্যান্য যেকোন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
নতুন এই নিয়মে মেট্রো শহরে ৮ বার এবং দেশের অন্যান্য জায়গায় ১০ বারের বেশি টাকা তুললে জিএসটি ছাড়াও ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে বলে জানা গিয়েছে। এছাড়াও নিজের অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে কেউ টাকা তুলতে না পারলে জিএসটি ছাড়া অতিরিক্ত ২০ টাকা চার্জ দিতে হবে এবং কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল অর্থাৎ কার্ড ছাড়া টাকা তুলতে গেলে জিএসটির পাশাপাশি অতিরিক্ত ২২ টাকা চার্জ দিতে হবে।
তবে যে সমস্ত গ্রাহকদের এসবিআই ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা এসবিআই সহ অন্যান্য যেকোন ব্যাঙ্কের এটিএম থেকে যতবার খুশি টাকা তুলতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের কোন রকম অতিরিক্ত চার্জ দিতে হবে না।