গত বছরেই খাদ্যমন্ত্রক শুরু করে এক দেশ এক রেশন কার্ড নিয়ে কাজ। বছরের শেষে প্রায় অধিকাংশ কাজই সমাপ্তির দিকে এগিয়ে যাওয়ায় খাদ্য মন্ত্রকের তরফে ১২ টি রাজ্যকে চিহ্নিত করে ওই রাজ্যগুলিতে রেশন বন্টনের নতুন ব্যবস্থা কার্যকর করা হয়। তারপরে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান খাদ্যমন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে ঠিক করেন জুন মাস থেকে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা চালু করা হবে সারা দেশে।
যে ১২টি রাজ্যে এই ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়েছে সেগুলি হল – অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, কর্নাটক, কেরল, গোয়া, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, ঝাড়খন্ড। এই রাজ্যের নাগরিকরা এই সবকটি রাজ্যের নাগরিকরা এর মধ্যে যে কোন রাজ্যে গেলে প্রাপ্য রেশন নিতে পারবে।
আরও পড়ুন : CAA সংশোধনী আইনের ওপর স্থগিতাদেশ নয়, কেন্দ্রকে এক মাস সময় সুপ্রিম কোর্টের
কেন্দ্রীয় সরকার জুন মাস থেকে এই ব্যবস্থা চালু করতে যাচ্ছেন গোটা দেশে। দেশের নাগরিক যাতে অন্য রাজ্যে থাকলেও খাদ্যের অধিকার থেকে বঞ্চিত না হয়, সে অধিকার সুনিশ্চিত করতে এবং দেশের যে কোন প্রান্তে থাকলেই নাগরিকরা যাতে রেশন দোকান থেকে নির্ধারিত ভর্তুকি সহ খাদ্যশস্য নিতে পারেন সেই কারণে এই উদ্যোগ জুন থেকেই শুরু করার কথা জানিয়েছেন খাদ্য ও গনবন্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান।