এককালে তৃণমূল কংগ্রেসের মুখ্য প্রতিনিধি এবং ভারতীয় প্রজাতন্ত্রের প্রাক্তন রেলমন্ত্রী ছিলেন মুকুল রায়। বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। বিজেপিতে যোগদান করার পর থেকেই তিনি তৃণমূলের তীব্র বিরোধিতা করে এসেছেন। তবে আজ তিনি তৃণমূলের বিরুদ্ধে চড়া আওয়াজে বলেন, “বাংলায় আর একবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারপর আপনাকেই পকেটের পয়সা খরচ করে পার্টি অফিস মেরামত করতে হবে।”
আজ, রবিবার আসানসোল লোকসভার বারবনিয়া থানার গৌরান্ডীতে কার্যালয় পুনর্দখলের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে যোগদান করেন বিজেপি নেতা মুকুল রায় এবং তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিরক্ষা মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন বারবনিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুর প্রসঙ্গে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এখানকার ওসি অজয় মণ্ডল।
আমি শুনেছি ওনার সামনে এই পার্টি অফিস ভাঙচুর হয়েছে অথচ তিনি প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা গ্রহন করেননি।” এছাড়া তিনি সেখানকার বিধায়ক বিধান এবং তৃণমূল সভাপতি অসিত সিংকে কটাক্ষ করে বলেন যে আর কিছু দিন পরেই ওরাও বিজেপিতে লাইন দিতে বাধ্য হবেন।
আজ তিনি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন যে,” মমতাদেবী এখন এক জায়গায় স্থির থাকতে পারছেন না। তিনি প্রতিটি সময় মনে করছেন এই বুঝি ওনার চেয়ারটা কেউ ছিনিয়ে নিলো।” এদিন তিনি জানান যে, তৃণমূল দলটি পুলিশের উপর নির্ভরশীল তাই পুলিশি সমর্থন না পেলে এই সরকার টিকবে না।
তবে মুকুলের এই বক্তব্যকে তৃণমূলের পক্ষ থেকে পাগলের প্রলাপ বলে সম্বোধন করা হয়েছে। শাসকদলের মতে মুকুল রায়ের মাথা খারাপ হয়ে গেছে।