এক দেশ, এক রেশনকার্ড চালু হতে চলেছে গোটা দেশ জুড়ে। অর্থাৎ দেশে একটিই রেশনকার্ড থাকবে। ২০২০ সালের জুন মাসে থেকে এই নিয়ম সারা দেশে কার্যকর হয়ে যাবে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। তিনি বলেন, ‘এই রেশন কার্ডের মাধ্যমে দেশের যেকোনো জায়গা থেকেই রেশন তোলা যাবে।
এর জন্য আগে রেশন কার্ডের সাথে আধার লিংক করাতে হবে।’ এক রাজ্য থেকে অন্য কোনো রাজ্যে যারা কাজ করতে যায় তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রথম এই ‘এক দেশ এক রেশনকার্ড’ করার ভাবনা এনে কেন্দ্রীয় সরকার। সেটাই এবার ২০২০ সালের জুন মাসে থেকে কার্যকরী হতে চলেছে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট রেশন দোকানে আগে আধার কার্ড দেখাতে হবে।
লোকসভায় এদিন এই প্রসঙ্গে প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই ব্যবস্থা সারা দেশ জুড়েই চালু হবে। এখনো পর্যন্ত ১৪ টি রাজ্যে নতুন মেশিন বসানোর কাজ হয়ে গেছে। বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতেও শীঘ্রই এই ব্যবস্থা চালু হবে।’ সংশ্লিষ্ট মহলের মতে দেশ জুড়ে এই ব্যবস্থা চালু হয়ে গেলে অনেকটাই কমে যাবে রেশন নিয়ে দুর্নীতি। পাশাপাশি রেশনের সামগ্রিক মানও উন্নতি হবে বলে মত।