Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শান্তিপুরে এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ

নদীয়া : শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের এক সদস্যকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করত এলাকায় এক যুবক। গত শুক্রবার ওই সদস্যের স্বামী বাড়ি না থাকার সুযোগে ওই যুবক বাড়িতে যায়, কুপ্রস্তাব দিতে।…

Avatar

নদীয়া : শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের এক সদস্যকে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করত এলাকায় এক যুবক। গত শুক্রবার ওই সদস্যের স্বামী বাড়ি না থাকার সুযোগে ওই যুবক বাড়িতে যায়, কুপ্রস্তাব দিতে। রাজি না হওয়ায়, প্রথমে হাত ধরে টানাটানি পর অবশেষে শ্রীলতা হানি করে বলে অভিযোগ করেন ওই সদস্যা।

গতকাল রাতে স্বামী ফিরে আসলে, তার সাথে আলোচনা করার পর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সদস্যা।তা থেকে জানা যায় স্থানীয় মনোজ বসাকের বিরুদ্ধে এই অভিযোগ।শুধু তাই নয় ওই যুবক এলাকার অন্যান্য একাধিক মহিলার সাথে এধরনের আচরণ করে থাকে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অভিযোগকারী এবং তার স্বামী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author