Today Trending Newsডিফেন্স

দেশজুড়ে বড়দিনের আনন্দের মধ্যেই উত্তপ্ত নিয়ন্ত্রণরেখা, শহিদ ২ সেনা জওয়ান

Advertisement

বুধবার জম্মু-কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করে। পাকিস্তানের সেনাবাহিনী একাধিক স্থানে গুলি চালায়। বিনা প্ররোচনায় করা এই পাক গুলিবর্ষনে এক ভারতীয় সেনা জওয়ান শহিদ হন ও একজন সাধারণ নাগরিক মারা যায়। সেনাবাহিনী দেওয়া খবর অনুযায়ী বুধবার নিয়ন্ত্রণরেখার চারটি স্থানে গুলি চালায় পাকিস্তান। উরি সেক্টরে একজন ভারতীয় জওয়ান শহিদ হন ও একজন মহিলা প্রাণ হারান। পুঞ্চ জেলার শাহপুর এবং কির্নি সেক্টরেও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়েছে বলে জানা যায়। তবে ভারতের তরফে এর যোগ্য জবাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ভারতীয় সেনাবাহিনীতে নতুন পদ, আমেরিকার মতো ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পেল ভারত

পাকিস্তানের তরফে সংঘর্ষে বিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েই চলেছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে এই ঘটনা বহুবার ঘটেছে এবং বড়দিনেও গুলিবর্ষণ অব্যাহত। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত LoC তে ঘটেছে ৯৫০ টি সংঘর্ষবিরতি ঘটনা। ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আশঙ্কা প্রকাশ করেছেন যে কোন মুহূর্তে নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতির অবনতি হতে পারে।

Related Articles

Back to top button