ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনের পঞ্চম ও অন্তিম পর্বে হৃদরোগে মারা গেলেন এক ভোটদাতা। ঘটনাটি ঘটেছে সাহেবগঞ্জ জেলায়।নিহত ভোটদাতা ভোটকেন্দ্রের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে ছিলেন, পরে হাসপাতালে নিয়ে গেলে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এই ঘটনায় সাহেবগঞ্জ জেলা প্রশাসক বলেন, “এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে।ওই ভোটদাতা কেন্দ্রে অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে হার্ট অ্যাটাকে তিনি মারা যান।এটি একটি স্বাভাবিক মৃত্যু। এর সাথে রাজনৈতিক কোনো যোগসূত্র নেই।”
আরও পড়ুন : রামলীলা ময়দানে প্রধানমন্ত্রীর ওপর হামলা চালাতে পারে পাক সন্ত্রাস সংগঠন : সূত্র
নির্বাচন কমিশন জানিয়েছেন, সকাল ৯ টা পর্যন্ত ১২ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য রাজ্যজুড়ে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়োগ করা হয়েছে। পঞ্চম ও অন্তিম পর্বে ২৯ জন মহিলা সহ মোট ২৬৬ জন প্রার্থী রয়েছে এবং ভোটার সংখ্যা ৪০,০৫,২৭৭ জন। ২৩শে ডিসেম্বর ভোট গণনার খবর জানা গেছে।