ভারতঃ ভারত থেকে বেশি পেঁয়াজ যায় বাংলাদেশেই তবে এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁয়াজ চাষের ক্ষতি ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে রপ্তানি করবে না পেঁয়াজ। এরপরেই বাংলাদেশে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে পেঁয়াজের দাম৷
পরিস্থিতি সামাল দিতে পেঁয়াজ রপ্তানিকারী অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার৷ এর ফলে শুধু বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কার মতো যে দেশগুলি পেঁয়াজের জন্য ভারতের উপরে নির্ভর করতো সেখানেও দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঢাকায় খুচরো বাজারে সোমবার প্রতি কিলো পেঁয়াজের দাম ছিলো ৯০ টাকা। যেখানে মাসের শুরুতে ঢাকায় এক কেজি পেঁয়াজের দাম ছিল ৩০টাকা৷ শোনা গিয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তুরস্ক এবং অন্যান্য দেশ থেকে ১ লক্ষ টন পেঁয়াজ আনা হচ্ছে৷













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’