Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মধ্যবিত্তের মাথায় হাত, পুজোর আগে আরো বাড়বে পেঁয়াজের দাম

Updated :  Monday, September 28, 2020 4:46 PM

লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম, সম্ভাবনা প্রায় একশো টাকা ছুঁতে চলেছে পেঁয়াজের দাম। অন্য রাজ্য থেকে আসার ফলে বাড়ছে পেঁয়াজের দাম। কোনোভাবে মুজুত রেখে দাম বাড়ানো হচ্ছে না। কিন্তু দক্ষিন ভারতের বন্যার কারণে নষ্ট হয়েছে প্রচুর পেঁয়াজ। এর ফলে ক্ষতি হতে চলেছে পেঁয়াজের বাজার। অন্যদিকে পেঁয়াজ আনতে মাথায় হাত আম জনতার।

পুজো পর্যন্ত বাড়বে পেঁয়াজের দাম আমাদের রাজ্যে মাত্র তিন মাস পেঁয়াজ চাষ হয় যা দিয়ে রাজ্যের মানুষের হাত ভরানো একদমই অসম্ভব। কিছু দিইন আগে এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁয়াজ চাষের ক্ষতি হওয়ায় ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশে রপ্তানি করবে না পেঁয়াজ।

এরপরেই বাংলাদেশে এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় পেঁয়াজের দাম৷ পরিস্থিতি সামাল দিতে পেঁয়াজ রপ্তানিকারী অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করতে হয় বাংলাদেশ সরকারকে৷ এর ফলে শুধু বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কার মতো যে দেশগুলি পেঁয়াজের জন্য ভারতের উপরে নির্ভর করতো সেখানেও দাম বাড়ার আশঙ্কা দেখা দেয়। আর এখন পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম প্রায় ৬০ টাকা কিছু দিন পরে যা ১০০র ঘরে পৌঁছাবে।