দেশের জন সাধারণের জন্য একটি আকর্ষণীয় স্কিম নিয়ে এলো সরকার। মাত্র ২০০ টাকা করে জমা করলে ২০ বছর পর মিলবে ৩৫ লক্ষ টাকা। এই আকর্ষণীয় স্কিমের সুযোগ নিতে পারবেন ভারতে বসবাসকারী যে কোন নাগরিক।
সূত্রের খবর, এ ক্ষেত্রে প্রতিদিন ২০০ টাকা করে জমা দিতে হবে। এবং এই জমানো টাকা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে ২০ বছর পর ৩৫ লক্ষ টাকায় পরিণত হবে। এই টাকার সুদের জন্য কোন ট্যাক্স দিতে হবে না।
গরীব দিন এনে দিন খাওয়া মানুষের জন্য এই স্কিম ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞদের। এই প্রকল্প সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হলে দেশের অর্থনীতির হাল ফিরবে বলে করছে তাঁরা।
কারন, জন সাধারণের জমা দেওয়া টাকা বিভিন্ন উৎপাদনমুখী কাজে ব্যবহার করা হবে। সেখান থেকে যা লভ্যাংশ পাওয়া যাবে তার একটি অংশ জমাকৃত টাকার সুদ হিসেবে রেখে দেওয়া হবে। এর মাধ্যমে লাভবান হবেন সাধারণ মানুষ।