বহু রাজ্যের সরকারি কর্মচারীদের দাবি হলো পুরনো পেনশন প্রকল্প চালু করার। পুরনো পেনশন প্রকল্প কার্যকর করার পরে কেন্দ্রীয় সরকারকে জানিয়ে এসেছে ঝাড়খন্ড পাঞ্জাব রাজস্থান হিমাচল প্রদেশ এবং ছত্রিশগড় সরকার। এছাড়াও এই রাজ্য সরকারগুলি কেন্দ্রের কাছে নতুন পেনশন প্রকল্পের অর্থ ফেরত চেয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু মোদি সরকার এই টাকা দিতে অস্বীকার করেছে বলে জানা যাচ্ছে। রাজস্থান সরকার বিধানসভা নির্বাচনের আগে একটি ওল্ড পেনশন প্রকল্পকে ইস্যু করতে ব্যস্ত। রাজস্থান ছাড়াও অন্যান্য নির্বাচনী রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পুরনো পেনশনের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২২ সালের এপ্রিল মাসের রাজস্থান সরকার ওল্ড পেনশন স্কিম চালু করেছিল। এরপরে বাকি রাজ্যগুলিতে ওল্ড পেনশন স্কিম প্রয়োগ করার বিষয়টি আবারো শুরু করা হয়। অনেক রাজ্যে কর্মচারী সংগঠনগুলি সংশ্লিষ্ট সরকারের উপরে চাপ বাড়িয়েছে।
কেন্দ্রীয় সরকার নতুন পেনশন স্কিম চালু করতে স্পষ্ট ভাবে অস্বীকার করেছিল যদিও। আপনাদের জানিয়ে রাখি ন্যাশনাল পেনশন প্রকল্পের অধীনে কর্মচারীদের দেওয়া বেতন এবং মহার্ঘ ভাতার ১০% রাজ্য সরকার জমা করে থাকে। রাজস্থানে ৫ লাখ ২৪ হাজার ৭২ টি ওল্ড পেনশন স্কীম অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ১৪ হাজার ১৭১ কোটি টাকা সরকার জমা করে। ১৪১৬৭ কোটি টাকা কর্মচারীরা জমা করে। সুদ যোগ করার পরে এই টাকার পরিমাণ হয় ৪০,১৫৭ কোটি টাকা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মচারীদের রাজ্য সরকারকে সুদের সাথে এনপিএস এর অবদান ফেরত দিতে হবে।।
এখন যেহেতু কেন্দ্র স্পষ্টভাবে এই বিষয়টি অস্বীকার করেছে তাই রাজ্য সরকার বিজ্ঞপ্তিতে পরিবর্তন করার পরিকল্পনা করছে। এতে কেন্দ্রীয় সরকারের আপত্তি এড়ানো যাবে এবং অর্থ দপ্তরের আধিকারিকরাও রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে।