Odisha Train Accident: মৃত্যু ২৩৮ জনের, তড়িঘড়ি উড়িষ্যা যাত্রার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
উড়িষ্যার রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
উড়িষ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র জানা গিয়েছে বালেশ্বরের দুর্ঘটনার স্থল পরিদর্শন করতে চলেছেন তিনি। এছাড়াও খতিয়ে দেখবেন উদ্ধারকাজ। তারপরেই কটকের হাসপাতালে আহতদের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে এই বালেশ্বর এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ঘটনাস্থলে গিয়েছিলেন উড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। গতকাল এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন মোদি। আর আজকে তার ওড়িশা ভ্রমণ।
করমন্ডল এক্সপ্রেস এর ভয়াবহ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার এবং আহতদের জন্য আলাদা করে যথাক্রমে ২ লক্ষ এবং ৫০ হাজার টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে তিনি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। এর আগে রেলের তরফে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল নিহতদের পরিবারকে দশ লক্ষ এবং গুরুতর আহতদের দু লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়াও জখমদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন, “এই ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। কঠিন সময় পরিবারগুলিকে আমার সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।” উল্লেখ্য, তিনটি ট্রেনের দুর্ঘটনায় রীতিমতো ভয়াবহ পরিস্থিতি হয়েছে বালেশ্বরে। বেঙ্গালুরু টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, করমন্ডল এক্সপ্রেস এবং একটি মালগাড়ি এই তিনটি ট্রেনের দুর্ঘটনা ঘটেছে বাহানাগা বাজার স্টেশনে। ঘটনাস্থলে প্রায় ৯০০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে মৃতের সংখ্যা ২৩৮ ছাড়িয়েছে। উদ্ধার কাজ চলছে জোর কদমে।