Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাতৃদিবসে নিজের মাকে উৎসর্গ করুন এই অপূর্ব গানটি

Updated :  Sunday, May 10, 2020 11:33 AM

কৌশিক পোল্ল্যে: ‘মা’ এমন শব্দ যেটি শুনলেই মনের কোনে ফুটে ওঠে এক কোমল ও রঙিন অনুভূতি। মা সেই ব্যক্তি যে দশমাস আমাদের নিজগর্ভে ধারন করে ভূমিষ্ঠ করেন। মা মানেই আমাদের যত আবদার সব তাকে ঘিরেই। মা আমাদের সব সমস্যার সমাধান। আজ বিশ্ব মাতৃদিবসে আমাদের প্রত্যেকের জীবনের সেই মমতাময়ী নারীটিকে উৎসর্গ করা একটি বিশেষ গান শুনে নিন দুজনে মিলে একসঙ্গে। এই গান আপনার মনের কথাই তাকে জানিয়ে দেবে অগোচরে।

একটু ভিন্ন আলোচনায় গেলে, ‘মা’ কি তিনি, শুধুই যিনি জন্ম দিয়েছেন? না, এটি হতে এমন কোনো নারী যে অন্যের সন্তানকে নিজ কোলে পিঠে লালন করেছেন। হতে পারেন তিনিও, যিনি হাজারো অনাথকে ঠাঁই দিয়েছেন নিজের কাছে। আমাদের কলকাতায় এমন মায়ের উদাহরনও নেহাত কম নয়। মাদার টেরেসার কথাও এপ্রসঙ্গে বলতেই হয়। শান্তির প্রতীক, তিনি সার্বজনীন মা।

না, এটি আজকে মুক্তিপ্রাপ্ত কোনো নতুন ঝাঁ চকচকে গান নয়। এই গানটি একটি সুপারহিট সিনেমা ‘তারে জমিন পার’এ আপনি শুনে থাকতেই পারেন। গানটির নামও ‘মা’। হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকের দিনেও এই গানটি বড্ড প্রাসঙ্গিক। আমরা কষ্ট পেলে এই মহিলাটিই তো আমাদের সমব্যথী হন, তাকে ছাড়া বর্তমান জীবনে নতুন পদক্ষেপের কল্পনাও করতে পারি না আমরা। সেই কথাই গানে গানে ফুটে উঠেছে। শঙ্কর মহাদেবনের সুরে ও শানের কন্ঠে এই অসাধারন গানটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।