Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

OTT-এর সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, বোল্ডনেসের মাত্রা ছাড়ালেন অভিনেত্রী Ayesha Kapoor

Updated :  Sunday, June 11, 2023 11:21 AM

ওয়েব প্ল্যাটফর্মের বেশিরভাগ ওয়েব সিরিজেই এখন বোল্ড দৃশ্য থাকে। অনেকসময় সিনেমায় যে সব দৃশ্য দেখানো যায়না, ওয়েব সিরিজে সেইসমস্ত দৃশ্য দেখানো সম্ভব হয়। এই মুহূর্তে ওয়েব সিরিজের দুনিয়ায় আয়েশা কাপুর একটি পরিচিত নাম। তিনি তার অভিনীত বেশিরভাগ ওয়েব সিরিজেই বোল্ড অবতারে দেখা দিয়েছেন। তার বোল্ডনেসেই হিট সমস্ত ওয়েব সিরিজ। ‘ঝোল’ ও ‘সীল ২’তে তার আবেদন পূর্ণ অন্তরঙ্গ দৃশ্যগুলি রীতিমতো ঘুম ছুটিয়েছে দর্শকদের। তবে এছাড়াও একাধিক ওয়ব সিরিজে বোল্ড অবতার আবির্ভূতা অভিনেত্রী।

OTT-এর সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, বোল্ডনেসের মাত্রা ছাড়ালেন অভিনেত্রী Ayesha Kapoor

আয়েশা কাপুরের কথা উঠলেই যে ওয়েব সিরিজের কথা আসবে তার নাম ‘সিয়াপা’। এই ওয়েব সিরিজে আয়েশা কাপুর ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিমরান খান। এই সিরিজটি ছেলে ও বাবার মধ্যেকার খোলামেলা সম্পর্কের গল্প নিয়ে এগোয়। একাধিক স্ত্রী ও বাচ্চারা থাকবে এই গল্পে। এই ওয়েব সিরিজে আয়েশা কাপুরকে এক অন্যমাত্রায় বোল্ডনেস প্রদর্শন করতে দেখা গিয়েছে। বর্তমানে আয়েশা কাপুরের কথা আসলেই এই ওয়েব সিরিজের কথা উল্লেখ হওয়া খুবই স্বাভাবিক।

ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন আয়েশা কাপুর। দর্শকদের মাঝে তিনি এই মুহূর্তে একজন পরিচিত মুখ। বোল্ড অভিনেত্রী হিসেবেই বেশিরভাগ সময় দেখা দেন তিনি। ‘পরি’, ‘বাবা পাঞ্চ’, ‘দিল দো’র মতো একাধিক ওয়েব সিরিজে দেখা গিয়েছে আয়েশা কাপুরকে। যে কটি ওয়েব সিরিজের নাম বলা হল সবকটি সিরিজেই অভিনেত্রী দেখা দিয়েছেন লাস্যময়ী রূপে। তার বোল্ডনেস দেখার জন্য অপেক্ষা করে থাকেন তার অসংখ্য দর্শকরা।

OTT-এর সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, বোল্ডনেসের মাত্রা ছাড়ালেন অভিনেত্রী Ayesha Kapoor