Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভয়াবহ বন্যায় বিধ্বস্ত বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১০ লক্ষ মানুষ

ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। উত্তর, উত্তর-পূর্ব ও মধ্য বাংলাদেশ মিলিয়ে প্রায় ২০ টি জেলা বন্যা বিধ্বস্ত হয়ে পড়েছে। আর ক্ষতিগ্রস্থ হয়েছেন ১০ লক্ষ মানুষ। বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ জলের তলায় চলে…

Avatar

ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। উত্তর, উত্তর-পূর্ব ও মধ্য বাংলাদেশ মিলিয়ে প্রায় ২০ টি জেলা বন্যা বিধ্বস্ত হয়ে পড়েছে। আর ক্ষতিগ্রস্থ হয়েছেন ১০ লক্ষ মানুষ। বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ জলের তলায় চলে গিয়েছে। এই বিষয়ে জানিয়েছেন বাংলাদেশের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের এক ইঞ্জিনিয়ার।

একদিকে করোনা সংক্রমণের মাত্রা বাড়ছে। আর অন্যদিকে বন্যা পরিস্থিতি। বাংলাদেশের ২০ টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলের অবস্থা সবথেকে খারাপ। বাংলাদেশে মোট নদীর সংখ্যা ২৩০ টি। এর মধ্যে ভারতের মধ্যে নিজেদের গতিপথ বিস্তার করেছে ৫৩ টি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মঙ্গলবার থেকেই গ্রামবাসীরা নিজেদের নিচু জায়গা থেকে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। নৌকায় চেপে উঁচু স্থানে যাচ্ছেন গ্রামবাসীরা।  বেশি বৃষ্টিপাতের জন্যই এই বন্যার সৃষ্টি হয়েছে। ত্রাণের ব্যবস্থাও করা হচ্ছে।

About Author