টলিউডবাংলা সিরিয়ালবিনোদন

ছোট পর্দায় প্রথমবার অভিনয় করবেন জুনিয়র পিসি সরকার

Advertisement

মুমতাজ (Mumtaz) বরাবর বড় পর্দায় অভিনয় করেছেন। কিন্তু ছোট পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে তাঁর দিদি মৌবনী (Moubani) ছোট পর্দায় বহু টেলিফিল্ম ও সিরিয়ালে অভিনয় করেছেন। তাঁর বাবা পি.সি. সরকার (জুনিয়র) (p.c.sorcar junior) একসময় ডিডি বাংলা চ্যানেলে ছোটদের জন্য আয়োজিত অনুষ্ঠান ‘ছুটি ছুটি’ -তে ম্যাজিক দেখাতেন। তবে ‘ছুটি ছুটি’ হত পুজোর ছুটির সময় এবং গরমের ছুটির সময়। তবে এবার মুমতাজ ও পি.সি.সরকার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন ছোট পর্দায়।

সান বাংলার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানা গেছে, ‘নয়নতারা’ ধারাবাহিকে প্রীতির জন্মদিনের পার্টিতে আসতে চলেছেন পি.সি.সরকার ও মুমতাজ। জাদুকর হয়েই আসছেন বাবা ও মেয়ে। পি.সি.সরকার এবং মুমতাজের আগমন নিয়ে যথেষ্ট উত্তেজিত ‘নয়নতারা’ ধারাবাহিকের মূল চরিত্র তারা ওরফে হিয়া মুখোপাধ্যায় (Hiya mukherjee)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে হিয়া জানিয়েছেন সেই কথা। অপরদিকে পি.সি. সরকার লাইভে এসে জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে এই মুহূর্তে দেশে-বিদেশে তাঁর ম্যাজিক শো বন্ধ আছে। ফলে এই সময়টা তিনি ক্রিয়েটিভ ভাবেই কাটাতে চান। বহুদিন পর মেয়ে মুমতাজের সঙ্গে ক্যামেরার মুখোমুখি হয়ে পি.সি. সরকার নিজেও যথেষ্ট খুশি

এই মুহূর্তে ‘নয়নতারা’য় আদিদেবের ছোট মেয়ে প্রীতির জন্মদিনের পার্টির আয়োজন চলছে। কিন্তু আদিদেব ও তাঁর দ্বিতীয় স্ত্রী মধুজা চান না প্রীতির জন্মদিনের পার্টিতে আদিদেবের প্রথম পক্ষের মেয়ে তারা উপস্থিত থাকুক। আদিদেব তাঁর প্রথম স্ত্রী আভেরীর মৃত্যুর জন্য তারাকেই দায়ী করেন। এমনকি তারার জন্মের পর আদিদেবের বিশাল ব্যবসা ক্ষতির মুখ দেখে। তারাকে তাঁরা অপয়া বলে মনে করেন। কিন্তু তারা প্রীতির বার্থডে পার্টি ছেড়ে চলে যাওয়ার পরেও বৈদ্যুতিক গোলযোগের ফলে সেখানে ভয়াবহ আগুন লেগে যায়। এমতাবস্থায় পি.সি.সরকার ও মুমতাজ কি পারবেন তারার ‘অপয়া’ অপবাদ ঘোচাতে?

Related Articles

Back to top button