Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১০৫ দিন পর জেল থেকে মুক্তি, প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমের জামিন মঞ্জুর করল সুপ্রিমকোর্ট

দিল্লি : আইএনএক্স মিডিয়া সংক্রান্ত অর্থ নয়ছয়ের মামলায় জামিন পেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। বুধবার ৪ ডিসেম্বর সুপ্রিমকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) করা মামলায় জামিন পেলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। চিদাম্বরমের…

Avatar

দিল্লি : আইএনএক্স মিডিয়া সংক্রান্ত অর্থ নয়ছয়ের মামলায় জামিন পেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। বুধবার ৪ ডিসেম্বর সুপ্রিমকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) করা মামলায় জামিন পেলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা।

চিদাম্বরমের বিরুদ্ধে আর্থিক লেনদেনের বিষয়ে সরাসরি যোগ থাকার কোন তথ্যপ্রমাণ দেখাতে পারেননি তদন্তকারী সংস্থা। যার ফলে এদিন চিদাম্বরমকে শর্তসাপেক্ষে জামিন দেয় শীর্ষ আদালত। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় প্রাক্তন অর্থমন্ত্রীকে। আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া সংক্রান্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসংগতির কারনে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেপ্তার করে ইডি। সেই সময় ইডির অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতারা। সারদা-নারদার মতো আর্থিক কেলেঙ্কারির ক্ষেত্রে শীতঘুমে থাকা ইডি আধিকারিকরা পাঁচিল টপকে বাড়ি ঢুকে গ্রেপ্তার করেন প্রাক্তন অর্থমন্ত্রীকে। এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে।

About Author