Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নরম বিছানায় বসে পায়েল, কালো অন্তর্বাস ভাইরাল হট লুক, দেখুন ছবি

Updated :  Monday, September 28, 2020 10:39 PM

‘অমানুষ ২’ হোক বা ‘প্রেম আমার’ সবেতেই জমিয়ে প্রেম করেছেন অভিনেত্রী পায়েল সরকার। কিন্তু রিয়েল লাইফে কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী? আপনার কাছে কোন ক্লু আছে? এক সাক্ষাৎকারে, অভিনেত্রী সাফ জানিয়েছেন প্রেম বা বিয়ে করার জন্য কলকাতায় ছেলে পাওয়া মুশকিল। তাহলে? NRI পাত্র খুঁজছেন কি অভিনেত্রী? এখানেও পায়েলর উত্তর, ‘‘না! প্রেম করার জন্যও ছেলে পাওয়া ডিফিকাল্ট’’। এদিকে একের পর এক বোল্ড হট লুকে অবতার হচ্ছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Paayel Sarkar (@paayelsarkar) on

কখনো চুল উড়িয়ে খোলা পিঠ মেলে ধরছেন, তো কখনো সাদা শার্টের বোতাম খুলে মোহময়ী হয়ে উঠছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Paayel Sarkar (@paayelsarkar) on

কখনো স্নানের জল গায়ে মেখে উষ্ণতা তৈরি করছেন অভিনেত্রী পায়েল সরকার।

 

View this post on Instagram

 

A post shared by Paayel Sarkar (@paayelsarkar) on

২০২০ তে পায়েলকে ‘কড়াপাক’ ও ‘মুখোশ’ এ দেখা গিয়েছে। তবে লক ডাউনে চুটিয়ে ফটোশ্যুট করেছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Paayel Sarkar (@paayelsarkar) on

একাধিক হট পোষাকে দেখা গিয়েছে পায়েল কে। ৩৬-নায়িকা এখনও পর্যন্ত অবিবাহিতা। টলিউডে কান পাতলে একাধিক গুঞ্জন শোনা যায়। অনেকগুলো প্রেম ও লিভ ইন হলেও তা ছাদনাতলা পর্যন্ত গড়ায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Paayel Sarkar (@paayelsarkar) on