সমাজের স্টিরিওটাইপ ভেঙে আজকাল সকলেই সকল ধরনের মানুষকে নিয়ে এগিয়ে চলে। ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের সাথে থেকে আদর্শ সমাজ যে তৈরি হবে, তা অজানা নেই কারুর। কিন্তু এখনও অব্দি কিছু কিছু মানুষের মনে পুরনো সামাজিক ট্যাবু আঁকড়ে বসে আছে। অনেকের বামন শুনলে বা দেখলে হাসি পায়। কিন্তু তাঁরাও যে অন্যান্যদের মত সাধারন হাসি, কান্না, সুখ দুঃখের জীবনযাপন করতে পারে, তা যেন আমরা ভুলে যাই। তবে সমাজের এমন বিষয়কে তুচ্ছ প্রমাণ করতে বড় পর্দায় আসছে নতুন বাংলা সিনেমা “কুলপি”। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার।
আজকালকার সমাজে ভালোবাসার মাপকাঠি হয়ে উঠেছে ধর্ম-বর্ণ চেহারা এবং অর্থ সম্পত্তি। অনেকেই ভুলতে বসেছেন যে ভালোবাসা দুটি মনের মিলন। এই পরিস্থিতিতে রিলিজ করছে কুলপি সিনেমা যেখানে দেখানো হয়েছে পায়েলের স্বামী একজন বামন। তাঁরা তাদের ভালোবাসার মাঝে একবারের জন্যও দৈহিক গড়নকে প্রতিবন্ধকতা হিসেবে দেখেনি। মূলত বডি শেমিং এর প্রতিবাদ করতে এই সিনেমাটি বানানো হচ্ছে। সিনেমাটি প্রত্যেকের কাছে একটাই বার্তা দিতে চাইছে যে ভালোবাসা লুকের ওপর নির্ভর করে না।
এই সিনেমার বিষয়ে সম্প্রতি অভিনেত্রী পায়েল তাঁর সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন। বামন বরের সাথে বিয়ের ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দিয়ে লিখেছেন, “যদি এভাবে ভালোবাসা ভালোবেসে যায়, তবে ভালোবাসার দিন ১৪ ফেব্রুয়ারি সত্যিই সার্থক।” ছবিতে দেখা গেছে পায়েলের কোলে উঠেছেন তাঁর বামন স্বামী প্রত্যয় ঘোষ। এছাড়া গত বছর এই সিনেমার পরিচালক পায়েলের লুক শেয়ার করে বলেছিলেন, “ভালোবাসা বেঁচে থাক গল্প পেরিয়ে সমাজে কুলপি হাত ধরে এগিয়ে নিয়ে যায় ভালবাসার দৃষ্টান্ত তৈরিতে।”
প্রসঙ্গত উল্লেখ্য, এই কুলপি সিনেমায় পায়েলের পাশাপাশি অভিনয় করছেন রজতাভ দত্ত, চুমকি চৌধুরী, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু প্রমুখরা। পায়েলের বামন স্বামীর অভিনয় করছেন প্রত্যয় ঘোষ। তিনি বাস্তব জীবনে একজন বামন। এটি তাঁর প্রথম সিনেমা। চলতি বছরেই রিলিজ করবে এই সিনেমা। এই ছবিতে যে এক ইমোশনাল জার্নি দেখতে পাবে দর্শক, তা বলার অপেক্ষা রাখে না।