পাবজি নেশায় আক্রান্ত এক পূজারী! দেখুন সেই ভাইরাল ভিডিও

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: পাবজী বর্তমান দুনিয়ার অন্যতম যুবসমাজের কাছে আকর্ষণীয় গেম। যা খেলার পর অনেকের কাছে নেশার মতো হয় গেছে। এবার সেই পাবজি নেশায় আক্রান্ত এক পূজারিকে দেখা গেলো।…

Avatar

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: পাবজী বর্তমান দুনিয়ার অন্যতম যুবসমাজের কাছে আকর্ষণীয় গেম। যা খেলার পর অনেকের কাছে নেশার মতো হয় গেছে। এবার সেই পাবজি নেশায় আক্রান্ত এক পূজারিকে দেখা গেলো। ভিডিওটিতে দেখা যাচ্ছে, লক্ষীপুজো করতে আসা পূজারী গভীরভাবে মগ্ন পাবজী খেলায়। সেই মুহূর্তে কোনো একজন তার বেখায়ালে ভিডিও করে সোশাল মিডিয়ায় ছাড়লে সেটি কিছুক্ষনের মধ্যে ভাইরাল হয় যায়। অবশ্য অনেকেই পূজারীর এই ঘটনার সমালোচনা করেছেন।