Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আরিয়ানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই পাক নায়িকা, চিনে নিন এই নায়িকাকে

Updated :  Saturday, September 17, 2022 9:51 AM

শাহরুখপুত্র আরিয়ান খানের সেলেব কিড হিসাবে ছোট থেকেই বেশ জনপ্রিয়তা রয়েছে মিডিয়াতে। বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে নাম জড়িয়েছে শাহরুখপুত্রের। তবে এবার প্রকাশ্যে তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন এক পাক অভিনেত্রী। নিজের ইনস্টা স্টোরিতে আরিয়ানের ছবি শেয়ার করে কিছুটা তেমনই জাহির করলেন ‘মম’ ছবিতে শ্রীদেবীর কোস্টার সজল আলি। আর তারপর থেকেই নেটদুনিয়ায় কটাক্ষের তীরে বিদ্ধ এই পাক অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ার পাতায় শাহরুখ সন্তানদের জনপ্রিয়তা নেহাতই কম নয়।। কন্যা সুহানা খান সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয়, তা অবশ্য তার সোশ্যাল অ্যাকাউন্টে চোখ রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য, খুব শীঘ্রই বলিউডেও ডেবিউ করতে চলেছেন সুহানা। তবে আরিয়ান সুহানার একেবারে বিপরীত, তা বলাই চলে। কারণ শাহরুখপুত্র নেটদুনিয়ায় বিশেষ সক্রিয় থাকতে পছন্দ করেন না। তবে বুধবার আরিয়ানের সাদা ফুলস্লিভ টি-শার্ট পরা একটি ছবি শাহরুখ-অনুষ্কা অভিনীত ছবির গান ‘হওয়ায়ে’র সাথেই নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে নিয়েছেন সজল আলি। আর শেয়ার করার পর থেকেই একের পর এক কটাক্ষজনক মন্তব্য করে চলেছেন সকল নেটজনতা।

আরিয়ানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই পাক নায়িকা, চিনে নিন এই নায়িকাকে

এবার প্রশ্ন উঠছে তবে কি ‘মম’এর অভিনেত্রী সজল প্রেমে পড়লেন শাহরুখপুত্রের? অনেকে আবার এই বিষয়টিকে ঊর্বশী-নাসিমের ঘটনার সাথে তুলনা করেছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই ঊর্বশী রাউতেলা ভক্তদের বানানো পাক ক্রিকেটার নাসিম শাহের সাথে একটি এডিট করা রোমান্টিক ভিডিও শেয়ার করে নিয়েছিলেন। আর সেই নিয়ে মিডিয়াতে বিতর্ক কম হয়নি। তবে এবার উর্বশী-নাসিমের পর আরিয়ানের ছবি শেয়ার করে তুমুল চর্চার মুখে সজল আলি।

২০১৭’তে ‘মম’ দিয়ে বলিউডে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন সজল। ২০২০’তে এই পাক অভিনেত্রী নিজের দীর্ঘদিনের প্রেমিক আহাদ রাজা মীরের সাথে নিকাহ সেরেছিলেন সজল। খুব শীঘ্রই শেখর কাপুরের ‘হোয়াটস্ লাভ গড টু ডু উইথ ইট’ ছবিতে শাবানা আজমি, লিলি জেমস, শাজাদ লতিফরা মত তারকাদের সাথে দেখা মিলবে তার। ২০২০ সালেই শেখর কাপুরের এই ছবির প্রিমিয়ার হয়েছিল টরেন্টো ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভালে।