দিলীপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি অধিগ্রহণ শুরু করল পাক সরকার
অনেকদিন ধরেই চলছিল কথা। শেষ পর্যন্ত বলিউড এভারগ্রীন অভিনেতা দিলীপ কুমার ও রাজ কাপুরের বাড়ি অধিগ্রহণ করে নিল পাকিস্তানের পাখতুনখাওয়ার সরকার। কিছুদিন আগে থাকতে কথা হলেও বর্তমানে সেই বাড়ি অধিগ্রহণ করা হয়েছে। তবে এই বাড়িতে কোন বাণিজ্যিক সম্পত্তি তৈরি হচ্ছে না। বরং বলা যেতে পারে বলিউডের দুই এভারগ্রীন নায়কের শৈশবকালের বাড়িতে পাকিস্তান সরকার একটি সংগ্রহশালা বানাবে যার মাধ্যমে পাকিস্তানবাসী সারা জীবন দুই কিংবদন্তি বলিউড অভিনেতার কথা মনে রাখতে পারে। এই দুটি বাড়ি পাকিস্তানের পুরাতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করেছে। তারা জানিয়েছে যে ঈদ মিটলে বাড়ি সংস্কারের কাজ শুরু হবে।
বর্তমান কাপুর ফ্যামিলির বাড়ীর মালিক আলী কাদার। অভিযোগ উঠেছিল যে তিনি বারংবার কাপুর ফ্যামিলি বাড়ি বিক্রি করতে চাইছেন। অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। বলেছেন আমি প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেছি যাতে দুই অভিনেতার বাড়ির দায়িত্ব নিক সরকার। এমনকি কাদার দুটি বাড়ির জন্য ২০০ কোটি টাকা অব্দি দিতে রাজি ছিল। কিন্তু পাকিস্তানের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট মাত্র ২ কোটির বেশি কিছু টাকা দিয়ে বাড়ি কিনে নিয়েছে। তারা সেখানে একটি সংগ্রহশালা বানাবে যার কাজ শুরু হবে ঈদের পর থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, দিলীপ কুমার ওরফে মহম্মদ ইউসুফ খান ১৯২২ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত ভারতের কিসসা খাওয়ানি বাজারে জমিদার তথা ফলের ব্যবসায়ী লালা গুলাম সারওয়ার খানের ঘরে জন্ম গ্রহণ করেন। তার ঠিক দুই বছর পর ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর ঠিক তার পাশের কাপুর হাভেলিতে জন্ম হয় রাজ কাপুরের। প্রায় সমবয়সী ছিলেন দুই তারকা। তারা দুজন একসাথে বড় হয়েছিল এবং পরবর্তীকালে সেই বন্ধুত্ব বলিউডের সেরা জুটি হয়ে ওঠে।