সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে পাকিস্তান, তৈরি ভারতও!

এই সোমবার নিজেকে ‘কাশ্মীরের দূত’ বলে উল্লেখ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার ২৪ ঘণ্টা পরেই সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে পাকিস্তান৷ ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের পর থেকেই নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের দিক থেকে…

Avatar

এই সোমবার নিজেকে ‘কাশ্মীরের দূত’ বলে উল্লেখ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার ২৪ ঘণ্টা পরেই সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে পাকিস্তান৷ ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের পর থেকেই নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের দিক থেকে উত্তেজনা বেড়েছে। কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে শতাধিক স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) কমান্ডো পাঠিয়েছে পাকিস্তান, সূত্রের খবর৷

পাকিস্তানের এই পদক্ষেপের পরই সতর্ক হয়ে গিয়েছে ভারতীয় সেনারা। কী কারণে কম্যান্ডো মোতায়েন করল পাকিস্তান , তা নিয়ে ভারতীয় সেনার অভ্যন্তরে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। তবে তথ্য মিলছে যে এই কমান্ডোরা বিভিন্ন জঙ্গি সংগঠন, যেমন জইশ ই মহম্মদ, লস্করের মতো সংগঠনগুলিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করছে। ভারতীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে পাকিস্তানের সীমানায় স্যার ক্রিক এলাকায় ঘাঁটি গেড়েছে এই কমান্ডোরা৷ তাদের গতিবিধির উপর কার্যত ২৪ ঘণ্টাই নজর রাখছে ভারতীয় সেনা।