দেশনিউজ

পাকিস্তান ভারতের বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়েছে, দিল্লির দূষণে এইরূপ মন্তব্য বিজেপি নেতার

Advertisement

সম্প্রতি রাজধানী দিল্লীতে দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। রাজধানী অঞ্চলে দূষণের মাত্রা বৃদ্ধিতে বিজেপি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ গোটা দেশ যখন হরিয়ানা এবং পাঞ্জাবে নির্বিচারে খড় পোড়ানোকে দোষারোপ করেছেন তখন এই সমস্ত কথাকে নাকচ করে দূষণ বৃদ্ধিতে চীন ও পাকিস্তানের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করলেন উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা বিনীত আগরওয়াল শারদা।

গতকাল মঙ্গলবার বিজেপি নেতা বিনীত আগরওয়াল শারদা বলেন যে, জাতীয় রাজধানী অঞ্চল এবং তৎসংলগ্ন অঞ্চলে উচ্চ মাত্রার দূষণের জন্য পাকিস্তান ও চীনকে দোষ দেওয়া উচিত। এদিন তিনি অভিযোগ করেন যে প্রতিবেশী দুই দেশের যেকোনো একটি ভারতে বিষাক্ত গ্যাস নির্গত করতে পারে। এছাড়া পাকিস্তান কোনও বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়েছে কিনা সে বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার পরামর্শ দেন তিনি। দিল্লীতে দূষণের জন্যে হরিয়ানা ও পাঞ্জাবকে দোষারোপ করার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “কৃষক আমাদের মেরুদণ্ড। খড় পুড়ে বা শিল্পে নির্গমনের ফলে যে দূষণ হয়েছে তাতে কৃষক বা শিল্পকে দোষ দেওয়া উচিত নয়।”

এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে প্রশংসা করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তান হতাশ হয়ে পড়েছে। ভারতের বিরুদ্ধে সব ধরণের কৌশলও অবলম্বন করেছিলো কিন্তু পাকিস্তান যখনই ভারতের সাথে যুদ্ধ করেছে তখনই পরাজিত হয়েছে।” বিনীত আগরওয়াল গতকাল মোদী এবং শাহকে মহাভারতের চরিত্র শ্রীকৃষ্ণ ও অর্জুনের সাথে তুলনা করে বলেন যে তারা দুজন সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম।

Related Articles

Back to top button