অভিনন্দন বর্তমানকে ভয় নাকি ছেড়ে দিয়েছিল পাকিস্তান, লজ্জাজনক তথ্য ফাঁস আন্তর্জাতিক মহলে
লাহোর: দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক করার সময় ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলট অভিনন্দন বর্তমানকে নিজেদের ঘেরাটোপে নিয়ে ফেলেছিল পাকিস্তান. পুলওয়ামায় জঙ্গি হামলার ফলে শহীদ হয়েছিলেন চল্লিশের বেশী সিআরপিএফ জওয়ান। আর তার প্রতিশোধ নিতেই কার্যত ভারতের পক্ষ থেকে পাক মাটিতে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক করা হয়। যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অভিনন্দন বর্তমান। পরবর্তী সময়ে ভারতের কাছে বা বলা ভাল আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতি স্বীকার করে পাকিস্তান ছেড়ে দিতে বাধ্য হয়েছিল অভিনন্দনকে। কিন্তু সম্প্রতি গতকাল, বুধবার পাকিস্তানের সংসদ ভবনে এক পাক সাংসদ কবুল করেছেন যে, ভারত পুনরায় পাকিস্তান আক্রমণ করতে পারে এই ভয়ে অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিয়েছিল ইমরান খানের সরকার।
ওই পাক সংসদ দাবি করেছেন, সেদিন অভিনন্দনকে বন্দি করার পর তাকে হঠাৎ পাকিস্তান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ, ভারত হুমকি দিয়েছিল ওইদিন অভিনন্দন বর্তমানকে ছেড়ে না দিলে রাত ন’টার মধ্যে পাকিস্তান আক্রমণ করবে নরেন্দ্র মোদির দেশ। আর তারপরই বিদেশমন্ত্রীর সঙ্গে এক গোপন বৈঠক সারেন পাকিস্তানের চিফ আর্মি জেনারেল। গলদঘর্ম অবস্থায় হাত-পা কাঁপতে কাঁপতে বিদেশমন্ত্রী নাকি বলেছিলেন, ‘আল্লাহর দোয়াই অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়া হোক। না হলে ভারত এই দেশ আক্রমণ করতে পারে। বিরোধীরা আমাদের সমস্ত কিছুকে সমর্থন করলেও যদি যুদ্ধ লেগে যায়, তাহলে সরকারকে সমর্থন করবে না।’ বিদেশমন্ত্রী এই বক্তব্যের পর ভারতীয় বায়ুসেনার পাইলটকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইমরান খানের সরকার। সম্প্রতি এই তথ্য ফাঁস হওয়ার ফলে আন্তর্জাতিক স্তরে লজ্জার শেষ থাকল না পাকিস্তানের, এমনটা বলাই যায়।