অবশেষে পাকিস্তানের হারের কথা স্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী নিজে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম কাতারভিত্তিক ‘আল জাজিরা’- কে দেওয়া সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, “ ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান হেরে যেতে পারে। কিন্তু তার ফল ভয়ঙ্কর হবে।” কাশ্মীর ইস্যু ও পরমাণু হামলার বিষয়ে তিনি বলেন, “পরিস্থিতি তৈরি হলে ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারে পাকিস্তান। কিন্তু পাকিস্তান কখনই পরমাণু যুদ্ধ শুরু করবে না। আমি যুদ্ধ বিরোধী। আমি শান্তিবাদী। যুদ্ধের মাধ্যমে কখনও কোনো সমস্যার সমাধান করা যায় না বলে বিশ্বাস আমার।”
পাক প্রধানমন্ত্রী আরও বলেন, “যুদ্ধের ভয়ঙ্কর পরিণতির জন্যই আমরা রাষ্ট্রসংগের দ্বারস্থ হয়েছিলাম। এবং আন্তর্জাতিক মহলের কাছে ভারত-পাকিস্তান সমস্যায় হস্তক্ষেপ ছেয়েছিলাম।














