Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতে আসতে পারেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান

Updated :  Wednesday, January 15, 2020 12:57 PM

সাংহাই কর্পোরেশন বৈঠক এবার আয়োজন করবে ভারত। এই প্রথমবার SCO বৈঠকের আয়োজন করছে ভারত। আর তাই SCO র সদস্য সব দেশের রাষ্ট্রপ্রধানকেই আমন্ত্রণ জানানো হবে এই বৈঠক। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে যোগদান করার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে সূত্রের খবর। সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন প্রটোকল অনুযায়ী তাকে আমন্ত্রণপত্র পাঠানো হবে।

২০০১ সালে রাশিয়া, চীন কুঘর্জ প্রজাতন্ত্র, কাজাখস্তান তাজিকিস্তান, উজবেকিস্তানের মিলিত প্রয়াসে গঠিত হয় সাংহাই কর্পোরেশন। তবে ভারত ও পাকিস্তান ২০১৭ সালে এই সংগঠনের পূর্ণ সদস্য মর্যাদা লাভ করেছে।

আরও পড়ুন : কাশ্মীরে আজ আংশিকভাবে চালু ইন্টারনেট পরিষেবা, তবে নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া

এই বৈঠকে ইমরান খান অংশগ্রহণ করবেন কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসলামাবাদ। তবে তিনি উপস্থিত না হয়ে অন্য প্রতিনিধিকেও পাঠাতে পারেন বলে মনে করা হচ্ছে, কিন্তু যদি এই বৈঠকে ইমরান খান অংশগ্রহণ করেন তাহলে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর এটাই প্রথম ভারত সফর হবে।