শ্রীনগর: একদিকে যখন লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা পরিস্থিতি চরমে রয়েছে, ঠিক সেই সময় জম্মু-কাশ্মীরে অস্ত্র পাচারের মতো ঘটনা ঘটছে। খালিস্তানি জঙ্গিদের কাজে লাগিয়ে রাতের অন্ধকারে ভূস্বর্গে অস্ত্র পাচার করার কাজ করছে আইএসআই, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।
শুধু জম্মু-কাশ্মীর সীমান্ত নয়, গুজরাট, পাঞ্জাব সীমান্ত দিয়েও একইভাবে চোরাচালান করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই পুরো কাজটি ড্রোনের মাধ্যমে করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর জন্য চোরাচালানকারীদেরও কাজে লাগানো হচ্ছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা মনে করছে।
ইতিমধ্যেই পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর থেকে অসংখ্য অস্ত্র বাজেয়াপ্ত করেছে সেনাবাহিনী। এখন এই অস্ত্র পাচারের মাধ্যমে নতুন কোনও হামলার ছক কষছে কিনা পাকিস্তান, সেটাই ভাবাচ্ছে ভারতীয় গোয়েন্দাদের।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’