রাজধানীর বুকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, ঘটনার তদন্তে পুলিশ
নয়াদিল্লি: দেশের রাজধানী দিল্লির (Delhi) বুকে ‘পাকিস্তান জিন্দাবাদের’ স্লোগান। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল দিল্লির খান মার্কেট সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, গতকাল, শনিবার (Saturday) রাত ১টা নাগাদ ফোনে পুলিশ খবর পায় খান বাজার মেট্রো স্টেশনের কাছে কয়েকজন ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছায় পুলিশ। সেখানে দুই যুবক, তিন যুবতী ও একজন কিশোরকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে সময় ওই যুবক-যুবতীরা জানায়, তারা ইন্ডিয়া গেট দেখতে এসেছিল এবং ইউলু বাইক নিয়ে রেস করছিল। সেই সময় তারা বিভিন্ন দেশের নামে একে অপরকে ডাকছিল। সেই সমস্ত দেশের মধ্যে পাকিস্তানের নামও ছিল।
সেই রেসে যার নাম পাকিস্তান ছিল তার উৎসাহ বাড়াতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলা হয়। আর তা শুনেই অভিযোগ যায় পুলিশের কাছে। যার জেরে ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ওই যুবক-যুবতীদের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর পেছনে কোনও রহস্য লুকিয়ে আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।