পাকিস্তানি অভিনেত্রীর ‘টিপ টিপ বরসা পানি’- ড্যান্স স্টেপ দেখে মুগ্ধ নেট জনতা (VIDEO)

এখনও পর্যন্ত বলিউডে 'টিপ টিপ বরসা পানি' মোস্ট গ্ল্যামারাস মিউজিক কন্টেন্ট। এই গানের ক্রেজ এতটাই চরমে পৌঁছে গেছে যে একবার এর মিউজিক কানে আসলে শরীর দুলে ওঠে। রবিনা-অক্ষয় এই গানের…

Avatar

এখনও পর্যন্ত বলিউডে ‘টিপ টিপ বরসা পানি’ মোস্ট গ্ল্যামারাস মিউজিক কন্টেন্ট। এই গানের ক্রেজ এতটাই চরমে পৌঁছে গেছে যে একবার এর মিউজিক কানে আসলে শরীর দুলে ওঠে। রবিনা-অক্ষয় এই গানের দৃশ্যে অভিনয় করলেও, আজকের দিনে ভুরি ভুরি মানুষ এই গানের সঙ্গে রিল বানিয়ে তা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবং, সেগুলো যথাক্রমে ভাইরালও হচ্ছে। শুধু, সোশ্যাল মিডিয়া বললে ভুল হবে, বিভিন্ন অ্যাওয়ার্ড শোতেও এই গানের সঙ্গে ড্যান্স পারফরম্যান্স পরিবেশিত হয়। সুতরাং,এই গান নিয়ে কোনো কথা হবে না।

ইউটিউব খুললে দেখা যাবে যে টিপ টিপ বরসা পানি গানের সঙ্গে নেচে বহু ইউটিউবার ভাইরাল হয়েছেন এবং প্রশংসা পেয়েছেন। ইদানিং এই গানের ক্রেজ এতটাই বেড়েছে যে দেশ বিদেশের মানুষও এই গানের সঙ্গে ড্যান্স স্টেপ দিচ্ছেন। সম্প্রতি, এক পাকিস্তানি অভিনেত্রীর নাচ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি পাকিস্তানের হলেও বলিউডের এই নির্দিষ্ট গানের সঙ্গে অসামান্য নাচের স্টেপ তুলে ধরেছেন, যা রীতিমত প্রশংসনীয় ও ভাইরাল।

যেই পাকিস্তানি শিল্পী এই গানের সঙ্গে পারফর্ম করেছেন তিনি হলেন অমর খান (Amar Khan). মূলত ইনি একজন পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী, পরিচালক এবং লেখক। ২০১৮ সালের সুপার ন্যাচারাল সিরিজ ‘বেলাপুর কি দায়ানে’ নীলফুর (ডাইনি) চরিত্রে অভিনয় করেছেন । এছাড়াও, অমর খান মোহাম্মদ এহতেশামুদ্দিন পরিচালিত ফিচার ফিল্ম ‘দম মাস্তামের’ মাধ্যমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। চলুন দেখে নিই অমর খানের সেক্সি পারফরম্যান্স।

About Author