Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pakistani Bhabhi Seema: পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে এসে জেরার মুখে সীমা হায়দার, ভিডিও ভাইরাল

Updated :  Wednesday, July 19, 2023 3:55 PM

বর্তমানে সীমা হায়দার নামটা ইতিমধ্যেই শুনে ফেলেছেন বহুমানুষ। অবৈধভাবে তার ভারত প্রবেশ নিয়ে বিগত বেশ কিছুসময় ধরে মিডিয়াতে চলছে চর্চা। ভারতীয়দের একাংশের মাঝে পাকিস্তানি ভাবি নামেই পরিচিত সীমা হায়দার। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যেখানে বলিউডের একটি গানের সাথেই দেখা মিলেছে তার। আপাতত, সেই সূত্রেই পুনরায় মিডিয়ার নজরে সীমা।

সীমা হায়দারের কথা থেকেই জানা গিয়েছে, পাবজি খেলার সূত্র ধরেই শচীন মীনার সাথে পরিচয় হয়েছিল তার। অংশীদারির কাজ করে সে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে হঠকারিতাতেই পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে চলে আসেন শচীনের সাথে সংসার করতে। আর এই পুরো বিষয়টিই যে পুলিশের কাছে বেশ সন্দেহজনক, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

কদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে, পাকিস্তানের সীমা হায়দারের গ্রামের বেশকিছু বাসিন্দাকে একটি ভিডিও বানিয়ে বলতে শোনা গিয়েছিল তাকে আর পাকিস্তানে ঢুকতে দেওয়া হবে না। সেই ভিডিও নিয়ে গোটা ভারতীয় মিডিয়ায় কম চর্চা হয়নি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সীমা হায়দার জানিয়েছিলেন, শচীনকে ভালোবেসেই নিজের দেশ ছেড়েছেন তিনি। এখন সে এখানেই তার সাথে সংসার করতে চায়।

খুব সম্প্রতি উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সন্দেহের তালিকায় এই দম্পতি। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সাথে তাদের সংযোগ নিয়ে সন্দেহ জেগেছে পুলিশের মনে। উল্লেখ্য এই সোমবার প্রথমবারের জন্য এই দম্পতিকে নয়ডার অফিসে ইউপি এটিএস দ্বারা বেশ দীর্ঘসময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, নয়ডার রাবুপুরা এলাকায় তাদের বাড়ি থেকে তাদের জিজ্ঞাসাবাদ এর জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছিল সকাল ৮-টা নাগাদ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত ১০.৩০-টার সময়ই তাদের ছাড়া হয়েছিল।

ফোন থেকে নিজের সমস্ত পুরানো ডেটা মুছে ফেলেছে সীমা হায়দার। সেইসমস্ত ডেটা পুনরুদ্ধারের জন্য তার ফোন ফরেন্সিকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। পুলিশের ধারণা তার মোবাইল ফোনের ডেটা গুরুত্বপূর্ণ তথ্য দিলেও দিতে পারে। কারণ তার কাকা ও ভাই দুজনেই পাকিস্তানি সেনার সাথে যুক্ত রয়েছেন। এই মুহূর্তে বলাই বাহুল্য, এই বিষয় নিয়ে জোরকদমে তদন্ত চলছে। শুধু চলছে ভিসা ছাড়া ভারতে অবৈধ প্রবেশ নিয়েও।

তবে এই মুহূর্তে একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরেই চর্চিত সীমা হায়দার। একটি জনপ্রিয় বলিউড গানের সাথেই রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে তাকে। খুব সম্ভবত এই ভিডিওটি বেশ পুরানো। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় তার যে ঝলকগুলি ভাইরাল হতে দেখা গিয়েছে, তার বেশিরভাগই আগেকার। ভারতীয় নেটনাগরিক কিংবা একাংশ সাধারণের মাঝে পাকিস্তানি ভাবি নামেই পরিচিত সীমা। বর্তমানে সেই পাকিস্তানি ভাবির ভিডিও ভাইরাল হতেই আবারো মিডিয়ার শিরোনাম কেড়েছেন তিনি।