পুলওয়ামা হত্যার জবাব দিতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আঘাত হেনেছিল ভারত। সেই ঘটনার এক বছর পূর্ণ হলো সবে। এখনও দগদগে রয়েছে ক্ষত। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হানা দিয়ে ভুল করে বিমান নিয়ে পাক সীমানায় ঢুকে পড়েন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তারপরের কয়েক দিন প্রতিটি ভারতবাসীর অন্তরে বিরাজ করেছিলেন তিনি।
আশা আকাঙ্খার দোলাচল সরিয়ে বেশ কিছুদিন পর অভিনন্দনকে মুক্তি দিয়েছিল পাক সেনাবাহিনী। এরমধ্যেই অভিনন্দনের জীবনে নেমে এসেছিল ভয়ঙ্কর বিপর্যয়। নারকীয় অত্যাচারের মুখোমুখি হতে হয়েছিল তাকে। পাক সেনার দাবি মতো, পাকিস্তানের মাটিতে বিমান ভেঙে পড়ার পর স্থানীয় মানুষের আঘাতেই পাঁজরের হাড় ভেঙেছিল অভিনন্দনের। কিন্তু ঘটনার এক বছর পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় বায়ুসেনার আধিকারিক জানিয়েছেন, পাক জেলের মধ্যে অকথ্য অত্যাচার চালানো হয়েছিল অভিনন্দনের উপর।
আরও পড়ুন : দিল্লির হিংসায় মৃত্যু ৩৮, গঠিত হল দু’টি বিশেষ তদন্তকারী দল
পাক বাহিনীর অত্যাচারেই ভারতীয় সেনার উইং কমান্ডারের পাঁজরের হাড় ভেঙেছিল বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে, পাক জেলে বন্দি থাকা অবস্থায় অভিনন্দন ও তাঁর স্ত্রীর কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে সেই ভয়ঙ্কর অত্যাচারের মুখোমুখি দাঁড়িয়েও স্ত্রীর সঙ্গে মজা করতে দেখা যায় অভিনন্দনকে।