গত বেশ কয়েকদিন ধরেই উত্তর-পূর্ব দিল্লি রণক্ষেত্রে পরিনত হয়েছে, আহত হয়েছেন দু’শোর বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে প্রায় ২৭ জনের। ঘটনার প্রবল নিন্দা করেছে অনেকেই। দিল্লির এহেন পরিস্থিতি মোকাবিলা করতে হিমসিম খাচ্ছে কেন্দ্র সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাতে নেই পুলিশ বাহিনীর ক্ষমতা, কিন্তু তিনি বারবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলার জন্য অনুরোধ করেছেন।
এবার সেই দিল্লি নিয়ে সুর চড়ালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের অন্তর্গত কাশ্মীর নিয়ে তার মাথা ব্যথার সীমা নেই, এবার উত্তর পূর্ব দিল্লি নিয়েও মুখ খুললেন ইমরান খান। এদিন তিনি বলেন, আমার দেশে সংখ্যালঘুরাও সমান গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতে ১০০ কোটির বেশি মানুষের দেশে নাৎসি বাহিনী অনুপ্রাণিত আরএসএসের দর্শন পরমাণু অস্ত্রের অধিকারী রাষ্ট্রকে দখল করে ফেলেছে। যার ফলে ঘৃনার ভিত্তিতে বৈষম্যবাদ গড়ে উঠছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপাক প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানে সংখ্যালঘুরাও সমান ভাবে গুরুত্বপূর্ণ তার কাছে। ভারতের নয়া নাগরিকত্ব আইন নিয়ে বারবারই মুখ খুলতে দেখ গিয়েছে এই নেতাকে। সেরকমই পাকিস্তানে এক গুরুদ্বারে মারমুখী জনতার হামলার পরদিন শিখ সম্প্রদায়ের একজনকে টার্গেট করে খুন করার অভিযোগে ভারতও সরব হয়েছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান এও দাবী করেন, ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রশাসিত এলাকায় দু’টুকরো করে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ করেছে।