শর্ত পূরণ করতে না পারার কারণে এর আগেই সতর্ক করেছিল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। এবার পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করলো তারা। ফ্রান্সের প্যারিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে এফএটিএফ-এর সদস্যভুক্ত দেশগুলো।
সেখানেই পাকিস্থানকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানা গেছে। গত জুন মাসে শর্ত পূরণ করতে না পারায় এফএটিএফ পাকিস্থানকে ধূসর তালিকাভুক্ত করেছিল। এবার তাদের কালো তালিকাভুক্ত করা হবে নাকি ধূসর তালিকা থেকে সরানো তা নির্ধারিত হয়ে যাবে এক সপ্তাহ ধরে চলা এই বৈঠকে।
তবে এর ফলে পাকিস্তানকে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশি লগ্নির ক্ষেত্রে বড়সড়ো সমস্যার সম্মুখীন হতে পারে পাকিস্তান। শুধু তাই নয়, বিশ্বব্যাংকের থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।