Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এনগেজমেন্ট সারলেন পল্লবী, কেকের ভিতর থেকে আঙটি বের করে আঙ্গুলে পরালেন সাগ্নিক, দেখুন ভিডিও

Updated :  Saturday, February 27, 2021 8:47 PM

‘আমি সিরাজের বেগম’-এর লুৎফউন্নিসাকে দর্শকদের মনে আছে নিশ্চয়। আপাতত সে এখন সরস্বতী হয়ে প্রেম করছে। তার প্রকৃত নাম পল্লবী দে (Pallavi dey)। এই মুহূর্তে পল্লবী অভিনয় করছেন ‘সরস্বতীর প্রেম’ সিরিয়ালে। সম্প্রতি ছিল পল্লবীর জন্মদিন। তবে তাঁর এই বছরের জন্মদিন তাঁর জন‍্য ছিল সারপ্রাইজে পরিপূর্ণ। সাগ্নিক চক্রবর্তী (sagnik chakraborty)-র সঙ্গে পল্লবীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। এই বছর জন্মদিনে সাগ্নিক তাঁর প্রেমিকা পল্লবীর জন্য ব্যবস্থা করেছিলেন কাস্টমাইজড কেকের যাতে পল্লবীর অভিনীত চরিত্রগুলির ছবি দিয়ে সাজানো ছিল। বাদ যায়নি ‘আমি সিরাজের বেগম’, ‘কুঞ্জছায়া’ও। সাদা গাউনে সেজে কেক কাটলেন পল্লবী।

কিন্তু কেক কাটতে গিয়ে হঠাৎই পল্লবীর হাতের ছুরি ঠেকল কেকের ভিতর শক্ত কিছুর উপর। পল্লবী জিনিসটি কেকের ভিতর থেকে টেনে বের করতেই দেখা গেল একটি আঙটির বাক্স। অপরদিকে দাঁড়িয়ে সাগ্নিকের মুখে তখন মিচকে হাসি। আনন্দে আত্মহারা পল্লবী কেক কাটা ছেড়ে তাড়াতাড়ি বাক্স খুলতেই বেরিয়ে পড়ল সুন্দর একটি আঙটি। দুই পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে সাগ্নিক নিজেই পল্লবীর আঙুলে আঙটি পরিয়ে দিলেন। দুজনের পরিবারের সদস্যরা এই বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করলেন।

এই মুহূর্তে একটি ভিডিও তুলেছিলেন সাগ্নিক ও পল্লবীর বন্ধুরা। আপাতত সাগ্নিক ও পল্লবীর এনগেজমেন্টের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরাও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। অনায়াসেই বোঝা যাচ্ছে, সরস্বতী এবার খুব তাড়াতাড়ি সাগ্নিকের ঘরের লক্ষ্মী হতে চলেছেন।