একুশে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে অপদস্ত করার জন্য একদম প্রস্তুত হয়ে আছে। কিন্তু নির্বাচনের আগে এবার বিজেপি শিবির চরম অস্বস্তিতে পড়েছে তাদের যুব নেত্রীর কার্যকলাপের জন্য। এবার খাস কলকাতায় বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। হুগলি জেলা বিজেপি পর্যবেক্ষক তথা বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী আজ কলকাতায় লক্ষাধিক টাকার মাদকসহ পুলিশের হাতে ধরা পড়েছে। প্রায় ১০০ গ্রাম কোকেনের প্যাকেট তার থেকে উদ্ধার করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছিল পামেলা গোস্বামীর বিরুদ্ধে। পুলিশ ব্যাপারটি নিয়ে খোঁজখবর চালাচ্ছিল। এদিন গোপন সূত্রে এক নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিউ আলিপুর এনআর এভিনিউ থেকে পামেলা গাড়ি ধাওয়া করে কলকাতা পুলিশ। বিজেপি নেত্রী পালানোর চেষ্টা করলে পুলিশ ৮ টি গাড়ি দিয়ে তার গাড়ি ঘিরে ধরে। তারপর বিজেপি নেত্রী আর পালানোর পথ না থাকায় সে আত্মসমর্পণ করে। পুলিশ তল্লাশি চালিয়ে ওই বিজেপি নেত্রীর কাছ থেকে হাতব্যাগ ও গাড়িতে মাদক পায়।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি যুব নেত্রীর কাছে লক্ষ লক্ষ টাকার কোকেন সহ মাদক ছিল। দীর্ঘদিন ধরে চুপিসারে তার কীর্তি চলছিল। আজ কলকাতা পুলিশ জাল পেতে নেত্রীকে পাকারও করেছে। এখনো বিজেপি সূত্রে কোনো প্রতিক্রিয়া জানা যাইনি।