বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে পুলিশ গ্রেপ্তার করায় বঙ্গ রাজনীতিতে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। আসলে বিধানসভা নির্বাচনের ঠিক কিছুদিন আগে এমন ঘটনা গেরুয়া শিবিরকে বেশ অস্বস্তিতে ফেলেছে। কিছুদিন আগে কলকাতা পুলিশ ১০০ গ্রাম কোকেনসহ বিজেপি যুব নেত্রীকে গ্রেফতার করে। তারপর গত শুক্রবার পুলিশ আলিপুর আদালতে অভিযুক্ত পামেলা গোস্বামীকে তোলার সময় সে বিস্ফোরক মন্তব্য করেছিল। সে জানিয়েছিল, “রাজনৈতিক কারণে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিং এমন করেছেন। তাকে আগে গ্রেফতার করা হোক।”
এরপর আবার আজ দলীয় নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন পামেলা গোস্বামী। তিনি বিজেপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ এনেছেন। তিনি আজ জানিয়েছেন, “আমি জানতাম আমার বিরুদ্ধে এরকম কিছু চক্রান্ত করা হবে। আমাকে রাকেশ সিং অন্য চোখে দেখা শুরু করেছিল। আমার শারীরিক নিগ্রহ হয়েছিল। পরিকল্পনামাফিক আমাকে ফাঁসানো হয়েছে। আমার কাছে সমস্ত প্রমান আছে।”
এছাড়াও আজ অদ্ভুতভাবে পুলিশের ওপর আস্থা দেখিয়েছেন ধৃত পামেলা গোস্বামী। গ্রেপ্তারির দিন তিনি পুলিশের বিরুদ্ধে গলায় সুর তুললেও আজ জানিয়েছেন, “পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা আছে আমার। সঠিক পথেই তদন্ত চলছে।” প্রসঙ্গত আগামীকাল পামেলার বয়ান রেকর্ড করা হবে। ইতিমধ্যেই আজ পামেলা বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলা করেছে।