আজকালকার দিনে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজকর্মের জন্য মাঝে মাঝেই দরকার পড়ে প্যান কার্ডের। আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি যেকোনো সময় গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে আটকে যেতে পারেন। তবে মোটামুটি আজকাল সকলেই নিজের প্যান কার্ড বানিয়ে নিয়েছেন। আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে ব্যাংক জাতীয় যেকোনো কাজে সুবিধা পাওয়া যায়। তবে এখন সকলেই জানেন যে মার্চ মাসের ৩১ তারিখের মধ্যে সরকার আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। এই লিংক না হলে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। এই লিংকের সময়সীমা প্রায় শেষের পথেই চলে এসেছে। তবে এমন সময় করদাতাদের মনে প্রশ্ন জেগেছে যে এবার কি সরকার সময়সীমা বাড়াবে প্যান ও আধার কার্ড লিঙ্ক করার?
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অতীত বেশ কয়েকবার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল এবং বারবার তা বাড়ানো হয়েছে। এইবার এমন পরিস্থিতি দেখে মনে হচ্ছে আর সিবিডিটি আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার জন্য সময়সীমা বাড়াবে না। তাহলে ১ লা এপ্রিল ২০২৩ থেকে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করা হলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
আবার অনেকের মনেই প্রশ্ন জাগছে এই প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা এত গুরুত্বপূর্ণ কেন? আপনাদের জানিয়ে রাখি এই প্যান ও আধার কেওয়াইসির একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার প্যানকে আধারের সাথে লিংক করা বাধ্যতামূলক করেছে কারণ এর মাধ্যমে নকল প্যান কার্ড ব্যবহার করা বন্ধ করা যাবে। আর প্রত্যেকটি ব্যক্তির ব্যাংকিং জাতীয় সমস্ত কাজ করতে এই প্যান কার্ড এতটাই গুরুত্বপূর্ণ যে সবাই এই লিঙ্ক করতে বাধ্য হবেন।