Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pan Card New Update: প্যান-আধার লিঙ্কিং বাধ্যতামূলক, নিয়ম ভাঙলেই ১০ হাজার টাকার জরিমানা

Updated :  Saturday, August 23, 2025 10:09 AM
pan card

প্যান কার্ড ব্যবহারকারীদের জন্য কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম চালু করেছে। ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হতে চলা এই নিয়মগুলি মানা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম না মানলে শুধু কার্ড অকার্যকরই হবে না, দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানাও।

নতুন প্যান কার্ডের জন্য আধার ও মোবাইল বাধ্যতামূলক

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে প্যান কার্ড তৈরি করতে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক হবে। শুধু আধার থাকলেই হবে না, সেই আধারের সঙ্গে মোবাইল নম্বরও লিঙ্ক থাকতে হবে। কারণ, ওই মোবাইল নম্বরের মাধ্যমেই OTP যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। যদি আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকে, তবে আগে UIDAI সেন্টারে গিয়ে বা অনলাইনে আপডেট করতে হবে।

পুরনো প্যান কার্ডে লিঙ্কিংয়ের শেষ সময়সীমা

যাঁদের আগে থেকে প্যান কার্ড রয়েছে, তাঁদের জন্যও নতুন শর্ত জারি হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে আধার নম্বরের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। অন্যথায় প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। নিষ্ক্রিয় হয়ে গেলে আয়কর রিটার্ন ফাইল করা, ব্যাংকিং লেনদেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বা সম্পত্তি কেনাবেচা—সব কাজ বন্ধ হয়ে যাবে।

সময়মতো লিঙ্ক না করলে জরিমানা

যদি নির্ধারিত সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক না করা হয় এবং তবুও প্যান ব্যবহার করে লেনদেন করা হয়, তাহলে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। এমনকি নিষ্ক্রিয় প্যানকে আবার সক্রিয় করতেও একই জরিমানা ধার্য করা হয়েছে। টাকা জমা দেওয়ার পর ৭ থেকে ৩০ দিনের মধ্যে কার্ড আবার চালু হবে।

ডুপ্লিকেট প্যান রাখলে কঠোর শাস্তি

যদি কারও কাছে একাধিক প্যান কার্ড থাকে বা ইচ্ছাকৃতভাবে ভুয়ো প্যান ব্যবহার করা হয়, তাহলে আয়কর আইনের ২৭২বি ধারায় ১০,০০০ টাকার জরিমানা ধার্য হবে। ভুলবশত দুটি প্যান কার্ড থাকলেও দ্রুত অতিরিক্ত কার্ড বাতিল করতে হবে।

সহজ প্রক্রিয়ায় লিঙ্ক করা যাবে

প্যান-আধার লিঙ্ক করতে হলে কয়েকটি ধাপ মানলেই হবে:

1. আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
2. প্যান নম্বর ও আধার নম্বর লিখুন।
3. আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP যাচাই করুন।
4. জরিমানা প্রযোজ্য হলে আগে ই-পে ট্যাক্স পোর্টালের মাধ্যমে অর্থ জমা করুন।

সরকারের উদ্দেশ্য

সরকারের দাবি, এই নিয়মগুলির মাধ্যমে আর্থিক লেনদেনে স্বচ্ছতা আসবে, জাল প্যান কার্ড ব্যবহার কমবে এবং ট্যাক্স ফাঁকি দেওয়া কঠিন হবে। মার্চ ২০২৪ পর্যন্ত দেশে প্রায় ৭৪ কোটি প্যান কার্ডধারী রয়েছেন, যাঁদের মধ্যে ৬০.৫ কোটি ইতিমধ্যেই আধারের সঙ্গে লিঙ্ক করা হয়ে গেছে। বাকি কার্ডধারীদের দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে।