১১.৫ কোটি Pan Card ব্যবহারকারীর কার্ড বাতিল করেছে সরকার, এক্ষুনি এই কাজ না করলে সমস্যায় পড়বেন

ভারতীয়দের কাছে বর্তমানে আধার কার্ড এবং প্যান কার্ড দুটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। বলে যেতে পারে আজকাল এই দুটি কার্ড আইডি কার্ড হিসেবে ব্যবহার করা যায়। তবে কিছু মাস আগে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে জানিয়েছিল যে এবার প্রত্যেক ভারতবাসীকে তাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে। তবে এই প্যান ও আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা পেরিয়ে গেছে অনেকদিন আগেই। তারআগে সরকার অনেক ধরনের প্রচার করেছিল। যারা এখনও লিঙ্ক করেননি তাঁদের প্যান কার্ড ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।

কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, সরকার প্রায় ১১.৫ কোটি প্যান কার্ড বাতিল করেছে আধার কার্ডের সাথে লিঙ্ক না করার জন্য। সারা দেশে প্রায় ৭০.২৪ কোটি প্যান কার্ড গ্রাহকদের মধ্যে ৫৭.৩৬ কোটি প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা হয়েছে। যাদের লিঙ্ক হয়নি তাদের প্যান কার্ড বাতিল করা হয়েছে। আর যাদের প্যান কার্ড বাতিল করেছে, তাদের অনেক কাজ আটকে গেছে। তবে আপনার প্যান কার্ড বাতিল হয়ে গেলে এবার কি করতে হবে? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আপনার প্যান কার্ড বাতিল হয়ে গেলে চিন্তার কোনো দরকার নেই। আপনি আবার এই প্যান কার্ড সক্রিয় করতে পারেন। প্যান কার্ড বন্ধ হলে আপনাকে আয়কর বিভাগে এখতিয়ারের AO কে চিঠি লিখতে হবে। চিঠির সাথে বেশ কিছু তথ্য আপনাকে দিতে হবে। সক্রিয় প্যানের সাথে গত ৩ বছরের আয়কর রিটার্নের একটি অনুলিপি জমা দিতে হবে। এই চিঠি জমা দেওয়ার পর কমপক্ষে ১০ দিন থেকে ১৫ দিন সময় লাগবে।