Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pan Card: আপনি কি জানেন, প্যান কার্ডের ১০ সংখ্যার মধ্যে কত তথ্য লুকিয়ে আছে? জেনে নিন প্রত্যেকটি অক্ষরের অর্থ

Updated :  Thursday, October 10, 2024 4:06 PM

বিগত কয়েক বছরে প্যান কার্ড হয়ে উঠেছে একটি অত্যন্ত প্রয়োজনীয় নথি। কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগ কর্তৃক প্যান কার্ড জারি করা হয় বিভিন্ন ব্যক্তির নামে কিংবা কোম্পানির নামে। আর সেই প্যান কার্ড ব্যবহার করেই ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ পরিসেবা গ্রহণ করতে পারেন কোন ব্যক্তি কিংবা কোন কোম্পানি। বর্তমানে দেশের বেশিরভাগ মানুষের কাছে প্যান কার্ড থাকলেও অনেকেই জানেন না প্যান কার্ডের উপরে লেখা ১০ ডিজিটের সংখ্যা কি নির্দেশ করে। কখনও কি আপনি ভেবে দেখেছেন, প্যান কার্ডের উপরে লেখা ওই ১০টি সংখ্যা কেন দেওয়া হয়? চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, প্যান কার্ডের উপরে থাকা সংখ্যা গুলির অর্থ কি-

আসলে প্যান কার্ড তৈরি করার জন্য আপনি যখন আবেদন করেন, তখন আপনি আপনার ব্যক্তিগত কিছু তথ্য শেয়ার করেন। সেই সমস্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় প্যান কার্ডের উপরে থাকা ১০টি সংখ্যা। অর্থাৎ, আপনার প্যান কার্ডে থাকি ১০ ডিজিটের সংখ্যা তৈরি করা হয় আপনার তথ্যের ভিত্তিতে। প্যান কার্ডের প্রথম তিনটি ডিজিট শুরু করা হয় ইংরেজি অক্ষর দিয়ে। এটি সিরিজ নম্বর বুঝায়। অর্থাৎ, AAA থেকে ZZZ পর্যন্ত সিরিজের মধ্যে যেকোনো কিছু যুক্ত করা হতে পারে।

প্যান কার্ডের চতুর্থ সংখ্যাটি ব্যক্তিগত প্যান কার্ড নাকি কোম্পানির নামে প্যান কার্ড সেটি নির্দেশ করে। যদি চতুর্থ সংখ্যাটি C হয়, তবে সেটি কোন কোম্পানির নামের ধার্য করা প্যান কার্ড। আর যদি সেই সংখ্যাটি P থাকে, তবে সেটি কোন নাগরিকের ব্যক্তিগত প্যান কার্ড। তাছাড়া পঞ্চম সংখ্যাটি কোন ব্যক্তির টাইটেল নির্দেশ করে। অর্থাৎ আপনার টাইটেল যদি ‘সরকার’ হয়, তবে প্যান কার্ডে থাকা চতুর্থ সংখ্যাটি থাকবে ‘S’। যদি নতুনভাবে কোন প্যান কার্ডের জন্য আবেদন করতে হয়, তবে সাধারণ ভারতীয় নাগরিকদের 49A ফর্ম ফিলাপ করতে হয়, অন্যদিকে যদি কোন বিদেশি প্যান কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে তাকে 49AA ফর্ম ফিলাপ করতে হয়।