Paoli Dam: পরনে শুধু সাদা শার্ট, গয়নার মাঝে সুস্পষ্ট বক্ষবিভাজিকা, সাহসি অবতারে হেট স্টোরির নায়িকা

টলিউডের মধ্যে অন্যতম বোল্ড নায়িকাদের নাম আসে সেই তালিকায় অন্যতম হলেন পাওলি দাম। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই সাবলীল অভিনেত্রী। নিজের দক্ষ অভিনয় দিয়ে টলিউডে আর বলিউডে বেশ জনপ্রিয় নাম…

Avatar

By

টলিউডের মধ্যে অন্যতম বোল্ড নায়িকাদের নাম আসে সেই তালিকায় অন্যতম হলেন পাওলি দাম। শাড়ি হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই সাবলীল অভিনেত্রী। নিজের দক্ষ অভিনয় দিয়ে টলিউডে আর বলিউডে বেশ জনপ্রিয় নাম এখন পাওলি। দুই ইন্ডাস্ট্রিতেই সমান তালে অভিনয় করে নিজের জন্য প্রশংসা কুড়িয়েছেন বঙ্গ তনয়া পাওলি। ধারাবাহিক, সিনেমার পাশাপাশি বর্তমানে ওয়েব দুনিয়াতে পা রেখেছেন। আর এখানেও নিজেকে নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন অভিনেত্রী। আর নিজের প্রতিটি কাজকেই নিজের কাছে এক চ্যালেঞ্জের মতো।

Paoli Dam: পরনে শুধু সাদা শার্ট, গয়নার মাঝে সুস্পষ্ট বক্ষবিভাজিকা, সাহসি অবতারে হেট স্টোরির নায়িকা

অভিনেত্রীর কেরিয়ারের পথ বেশ দীর্ঘ। আর এই পর্যায়ে এতগুলো দিন পেরিয়ে আসার পরও সে কারণেই অনেক বেছে বেছে চরিত্র পছন্দ করেন অভিনেত্রী। যদিও প্রতিটি কাজের চিত্রনাট্যকেই বেশি জোড় দেন পাওলি। ওটিটিতে পাওলির আসন্ন ছবির তালিকায় রয়েছে ‘খেলাঘর’। এই ছবিতে রয়েছেন দেব এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। চলতি মাসে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া গত বছর মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত দ্বিতীয় ওয়েব সিরিজ ‘রাত বাকি হ্যায়’। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন—অনুপ সোনি, রাহুল দেব প্রমুখ।

Paoli Dam: পরনে শুধু সাদা শার্ট, গয়নার মাঝে সুস্পষ্ট বক্ষবিভাজিকা, সাহসি অবতারে হেট স্টোরির নায়িকা

তবে আজ অভিনেত্রীর কাজ নিয়ে কথা হচ্ছেনা। নিজের সোশ্যাল মিডিয়ার পেজে নতুন বছরে ঝড় তুললেন সকলের প্রিয় পাওলি। বর্ষামুখর দিনে খোলামেলা পোশাকে আর খোলা চুলে উষ্ণময়ী ছবি শেয়ার করলেন ‘কন্ঠ’র নায়িকা। শেয়ার করা ছবিতে অভিনেত্রীর পরনে কেবল এক বুক চেরা সাদা শার্ট, ভিতরে নেই কোনো অন্তর্বাস, আর গলা জুড়ে রয়েছে জমকালো হার। বক্ষবিভাজিকা একপ্রকার ঢেঁকেছেন এই পাথরখচিত হার দিয়ে। আর এমনই সাহসী অবতারে সামনে প্রকাশ্যে এলেন।

Paoli Dam: পরনে শুধু সাদা শার্ট, গয়নার মাঝে সুস্পষ্ট বক্ষবিভাজিকা, সাহসি অবতারে হেট স্টোরির নায়িকা

এই ফটোসেশানের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন খোলা চুল, কাজল কালো স্মোকি চোখ আর ন্যু়ড লিপস্টিকে। ব্যস এতেই মোহময়ী পাওলি। অভিনেত্রীর রূপের জাদু ঠিকরে বেরোচ্ছে এই ফটোশ্যুটে। ন্যুড বাদামী ঠোঁট আর স্মোকি আইসের কম্বিনেশনে এক অদ্ভূত মাদকতা ছড়াচ্ছেন অভিনেত্রী। পাওলির এই বোল্ড লুক দেখে ঘুম উড়েছে পুরুষ অনুগামীদের। অনেকে কটাক্ষ করতে ছাড়েননি। তবে ট্রোলারদের কটাক্ষকে পাত্তা দিতে নারাজ। তাই নিন্দুকদের এবারে কোমো পাত্তা দেননি। প্রশংসা আর সমালোচনার দুই দিয়ে এবারেও তাঁর শেয়ার তিনটি ফটোসেশানের ছবি ভাইরাল নেট দুনিয়াতে।

 

View this post on Instagram

 

A post shared by Paoli Dam (@paoli_dam)

About Author