Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শ্রেয়ার গলায়, কৃতির নাচে পরম সুন্দরী পার করল ১০০ মিলিয়ন,আনন্দে আত্মহারা কৃতি

Updated :  Friday, August 27, 2021 5:20 PM

অভিনেত্রী কৃতি শ্যানন অভিনীত ছবি ‘মিমি’ মুক্তির আগেই একটি গান বিরাট শোরগোল ফেলে দিয়েছিল নেটদুনিয়াতে। হ্যাঁ ঠিক ধরেছেন পরম সুন্দরীর কথা বলছি। এই গান এখন ৮ থেকে ৮০ সকলের মুখে মুখে। ‘মিমি’ সিনেমা একটি সারোগেট মায়ের কাহিনী অবলম্বনে করা হয়েছে। করোনা আবহের জন্য এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং জিও সিনেমায় গত ৩০শে জুলাই ‘মিমি’র প্রিমিয়ার হয়। তবে এই সিনেমা মুক্তির আগেই বিভিন্ন পাইরেটেড সাইটে ফাঁস হয়ে যায়।

যদিও তাতে এই ছবি ব্যবসায়ে কোনও অসুবিধা হয়নি। মুক্তি পায়ার আগে থেকেই এই পরমসুন্দরী গান সকলের বেশ পছন্দ হয়। ল্ল বলিউড সমালোচকদের মতে কৃতির এই সিনে সফরে তাঁর সেরা অভিনীত সিনেমা হল মিমি। চলচ্চিত্রের পাশাপাশি নায়িকা তাঁর ‘পরম সুন্দরী’ গানের জন্যও প্রচুর প্রশংসা কুড়িয়েছেন। এই গানটি এতটাই হিট হয়েছে যে মানুষের মুখে মুখে দু কলি বেজে উঠছে। আবার অনেক টিনেজ ইনস্টা রিলের ক্ষেত্রেও এই গান ব্যবহার করছে। বলিউড সেলেব থেকে সাধারণ দর্শকদের পছন্দের ট্রেন্ডিং বিষয়। সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই এর তালে তাল মিলিয়ে নেচেছেন। সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও খুললেই তা কারোর চোখ এড়াচ্ছেনা।

 
সম্প্রতি এই সুপার ডুপার হিট পরম সুন্দরী গানটি একটি মাইলফলক অতিক্রম করলো। আর তাতেই দারুণ খুশি এই ছবির নায়িকা। এর জন্য তিনি তাঁর অনুগামী এতখানি ভালোবাসার জন্য ধন্যবাদও জানিয়েছেন। সদ্য পরম সুন্দরী গানটি ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউজ পার করেছে। আর এই গানের সাফল্যের পিছনে আছে শ্রেয়ার সুরেলা কন্ঠী। এই সুন্দর গানটি গেয়েছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।

আর গানটি কম্পোজ করেন আরো একজন বিখ্যাত গয়ক এ আর রহমান। এই খবরে বেশ আনন্দিত সুরেলাকণ্ঠী শ্রেয়াও। ইনস্টাগ্রামে এই গানের একটি ছোট ভিডিও পোস্ট করেছেন তিনি। সঙ্গে সকল শ্রোতাদের এত ভালোবাসা দেওয়ার জন্য তিনি তাঁদের কাছে যে কতখানি কৃতজ্ঞ তাও জানিয়েছেন। এরপর অনুরাগীরাও ভালোবাসা জানিয়েছেন।

আবার অন্যদিকে অভিনেত্রীও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুরাগীদের জন্য লিখেছেন, “আমাদের পরম সুন্দরীর জন্য ১০০ মিলিয়ন ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ!” পরম সুন্দরী সেদিন মাইলফলক অতিক্রম করেছিল যেদিন মিমি চলচ্চিত্রটি এক মাস পূর্ণ করেছিল। কৃতি ছবির জন্য তাঁর প্রশংসা করার জন্যও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।