দেশনিউজ

আগামিকাল শুরু বাদল অধিবেশন

Advertisement

আগামিকাল থেকে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। করোনা পরিস্থিতিতে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে থেকেই বেশ কিছু নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু এই অধিবেশনের আগেই কার্যপ্রণালী নিয়ে সর্বদল বৈঠক বাতিল করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

এই বৈঠকে সাধারণত কোন কোন বিল পেশ করা হবে, তার একটা সর্বসম্মত খসড়া করা হয়েছে। কিন্তু বিরোধিরা ইতিমধ্যেই সর্বদল বৈঠক না ডেকে অধিবেশন শুরু হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন ভিন্ন সময়ে শুরু হবে।

প্রথম দিন থেকে শুরু হবে সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বাকি দিনগুলি বিকেল ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে এই লোকসভার অধিবেশন। সূত্রের খবর অনুযায়ী কেন্দ্র এই অধিবেশনে আনতে পারে ২৩ বিল। যার মধ্যে ১৭ টি বিল পাশ করানোর চেষ্টা চালাবে সরকার বলে মত অনেকের। শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার অপেক্ষা।

Related Articles

Back to top button