উত্তরপ্রদেশের দিকে না তাকিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কাম্য নয়, শাহকে খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের

কলকাতা: বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে রবিবারই সরব হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়েও সমালোচনা করেছেন তিনি। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। রাষ্ট্রপতি শাসন জারি করে…

Avatar

কলকাতা: বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে রবিবারই সরব হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়েও সমালোচনা করেছেন তিনি। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। রাষ্ট্রপতি শাসন জারি করে এই নির্বাচন হওয়া উচিত বলেও তিনি সওয়াল করেছেন। আর এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কার্যত তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিশেষ সাক্ষাৎকার দিতে গিয়ে অমিৎ শাহ এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে মুখ খুললেন সোমবার। আর তারপরই টুইট করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘গোটা দেশ এখন বিজেপি শাসিত রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশে এক ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা নিয়ে ক্ষুব্ধ। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে। অমিত শাহজি এই নোংরা রাজনীতি বন্ধ করুন। আসুন আমরা মেয়েদের জন্য একসঙ্গে কাজ করি।’ যদিও পার্থ চট্টোপাধ্যায়ের এই টুইটের পাল্টা প্রতিক্রিয়া শাহের পক্ষ থেকে এখনও আসেনি।

প্রসঙ্গত, সোমবার ওই বিশেষ সাক্ষাৎকারে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রসঙ্গ ছাড়াও আমফানে ত্রাণ দেওয়ার ব্যাপারে রাজ্য দুর্নীতি করেছে, এই অভিযোগ আনেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি করোনা মোকাবিলায় রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও তিনি দাবি করেছেন। সব মিলিয়ে রাজ্যে আইন-শৃঙ্খলা, প্রশাসনিক কাঠামো কার্যত ভেঙে পড়েছে, এমন অভিযোগ করেন তিনি। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল-বিজেপি তর্জা চরমে উঠেছে, এমনটা এই পরিপ্রেক্ষিতে বলাই যায়।

About Author