লকডাউনের মধ্যে আপার প্রাইমারি নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
২০১৬ সালে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হলেও এখনও পর্যন্ত নিয়োগ সম্পন্ন হয়নি। আইনি জটিলতায় দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া। বিভিন্ন সময়ে আন্দোলন ও আইনের সহায়তা নিয়ে নিয়োগের দাবি জানিয়ে এসেছেন নিয়োগ প্রার্থীরা। তবে শিকে ছেঁড়েনি। বারবার কোন না কোন আটকে গিয়েছে নিয়োগ। তাই লকডাউনের মধ্যে এ বিষয়ে কোন সদর্থক বার্তা পেতে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছেন শিক্ষক পদপ্রার্থীরা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে দ্রুত নিয়োগের দাবি জানিয়ে একের পর এক পোস্টের মাধ্যমে আবেদন করে চলেছেন তারা।
শুধু তাই নয়, লকডাউন পরিস্থিতিতে নিজেদের দুরবস্থার কথা উল্লেখ করে দ্রুত ভাতা চালুর দাবি জানিয়েছেন কলেজ – ইউনিভার্সিটির অতিথি অধ্যাপকরাও। নিজের ফেসবুক প্রোফাইলে একের পর এক আবেদন নিবেদন পেয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ বিষয়ে সরকারের মনোভাব পরিষ্কার করে দেন।
আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী এদিন বলেন, ‘করোনার কারণে এই মুহূর্তে নিয়োগ সম্ভব নয়। করোনা সংকট কেটে গেলে নিয়োগ সমস্যার সমাধান করা হবে।’ আপার প্রাইমারি শিক্ষক পদপ্রার্থীদের জন্য তেমন সুখবর না দিলেও অতিথি অধ্যাপকদের খুশির খবর শোনান তিনি। বলেন, ‘অতিথি অধ্যাপকদের ভাতার বিষয়ে সরকার ভাবনাচিন্তা করছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে।’ করোনা সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত সরকারকে সময় দেওয়ার অনুরোধ জানান তিনি।