কলকাতাঃ প্রাক্তন সেনাকর্মী বলবিন্দর সিংয়ের ঘটনা নিয়ে ক্রমশই জলঘোলা হচ্ছে। পাগড়ি খোলার বিরুদ্ধে আজই কলকাতায় এসেছেন এক শিখ প্রতিনিধি দল এবং আজ তাঁরা রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করেন।
অবশ্য আজ শিখ প্রতিনিধি দলের সঙ্গে দেখা হওয়ার বিষয় নিয়ে মুখ খোলেন পার্থ চট্টপাধ্যায়। তিনি জানান এই ঘটনা নিয়েও জঘন্য রাজনীতি হচ্ছে, প্রতিদিনই রাজভবনে বসে বাংলাকে অপমান করছেন রাজ্যপাল। রাজ্যপাল রাজভবনের ঐতিহ্য নষ্ট করছেন। দোষীদের কোনও সম্প্রদায় থাকে না।
https://twitter.com/jdhankhar1/status/1315244167702872064?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1315244167702872064%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fkolkata%2Fgovernor-jagdeep-dhankhar-playing-politics-with-sikh-community-says-partho-chatterjee_344080.html
বারেবারে বাংলার রাজনীতি নিয়ে রাজ্যপালের প্রতি একাধিক নেতিবাচক মন্তব্য উঠেছে। এর আগে অনেক বার একাধিক বিষয় নিয়ে রাজ্যপালকে নিশানা করা হয়েছে। সব বিষয় নিয়ে মাথা গলানোর জন্য তাঁকে কম কথা শুনতে হয়না। আর এবার শিখ প্রসঙ্গে যা হচ্ছে সেই নিয়ে আরো একবার বাংলার রাজনীতি তপ্ত হয়েছে। আর সমস্যার নিশানায় পড়েছেন রাজ্যপাল।