অবশেষে স্বস্তি! দীর্ঘদিনের ভ্যাপসা গরমের পরে এবারে কিছুটা হলেও শান্তি পেতে চলেছে তিলোত্তমা। জানা গিয়েছে, ইতিমধ্যেই তিলোত্তমার আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কিছুক্ষণের মধ্যেই ছাড়া কলকাতাজুড়ে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতার আকাশে মেঘ জমা শুরু হয়ে গেছে। পাশাপাশি এই সপ্তাহের শুরুর দিকে কলকাতায় বেশ কিছুটা বৃষ্টি হয়েছিল। তার সাথে সাথেই শুক্রবার কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, “এই সময়টা ঝোড়ো হাওয়ার দাপট থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। এতদিনে গরম অত্যন্ত বেড়ে গিয়েছে এবং এই কারণে বর্তমানে সমুদ্রের বায়ু হু হু করে ঢুকতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। কিন্তু বৃষ্টি হলেও, গরম কিন্তু এখনই কমছেনা।”
অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশকিছু জেলা যেমন দার্জিলিং, উত্তর দিনাজপুর, কালিম্পং, জলপাইগুড়ি সহ আরো বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টির জেরে তাপমাত্রা কমলেও এখনো পর্যন্ত জলীয়বাষ্পের কমবেশি হবার কোন রকম সম্ভাবনা কিন্তু নেই। ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের কারণে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।